• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩

গোয়ালন্দে ৫ বছর পর হারানো মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

অনলাইন ডেস্ক

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৫ বছর আগে হারিয়ে যাওয়া ব্যবসায়ীর একটি মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সোমবার দুপুরে মুঠোফোনের মালিক গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়ার হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল ঢাকা থেকে গোয়ালন্দ আসার পথে গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়ার Samsung j7 মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। তিনি নিজেই ব্যক্তিগতভাবে খোঁজ করার পর না পেয়ে অবশেষে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এরপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোনের সন্ধান চালাতে থাকে। অবশেষে খাগড়াছড়ির রামগর থানা এলাকা থেকে ফোনটি ৫ বছর পর উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার মো. ছিদ্দিক মিয়ার হাতে ফোনটি তুলে দেন। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় মো. ছিদ্দিক মিয়া বলেন, ফোনটি ফিরে পাবো তা কখনো ভাবতেও পারিনি। হারানো ফোন ফিরে পেয়ে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ কর্মকর্তারা নানা কাজে ব্যস্ত থাকেন। তারপরও অভিযোগ পেলে হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আন্তরিকতার সঙ্গে আমরা চেষ্টা করি। তথ্য ও প্রযুক্তির সহায়তায় ও আইএমই নম্বর সার্চ করে আমরা অনেক মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছি।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর