Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. ভিন্ন স্বাদের খবর

নদীর মোহনায় ধরা পড়লো সাড়ে ৩৬ কেজির বিপন্ন বাগাড়, অর্ধলক্ষ টাকায় বিক্রি

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ জুলাই ২০২৩, ১০:১৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ সোমবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে সাড়ে ৩৬ কেজি ওজনের একটি বিপন্ন বাগাড় মাছ প্রায় অর্ধ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এর আগে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ প্রায় ৪৬ হাজার টাকায় কিনে ৪৮ হাজার টাকায় বিক্রি করেন।

জেলে ও ব্যবসায়ীরা জানান, সোমবার ভোরে পাবনার জেলেরা নদীতে জাল ফেলে ফেরি ঘাট থেকে প্রায় ৭ কিলোমিটার ভাটিতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় চর করনেশনা পৌছে। সকাল ৬টার দিকে জালে ঝাকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। জাল গুটিয়ে নৌকায় তোলার আগে দেখেন বিশাল এক বাগাড়। বাগাড়টি তুলতে জেলেদের অনেক বেগ পোহাতে হয়। বিক্রির জন্য দৌলতদিয়া দুলাল মন্ডলের আড়তে ওজন দিয়ে দেখেন ৩৬ কেজি ৬০০ গ্রাম। এতবড় বাগাড় এ মৌসুমে প্রথম ধরা পড়েছে। নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বাগাড়টি কিনেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ভোরে নদীতে প্রায় এক মন ওজনের বাগাড় ধরা পড়ার খবর পেয়ে বাজারে আসি। সকাল ৭টার দিকে দুলাল মন্ডলের আড়তে বাগাড়টি তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৬ হাজার টাকায় কিনে নেই। মাছটি ৬নম্বর ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রাখলে ঢাকামুখী বহু মানুষ বাগাড়টি দেখতে ভিড় করেন। দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার এক বড় ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ৫০ টাকা করে লাভে ৪৮ হাজার টাকায় বিক্রি করেছি।

তিনি বলেন, কুষ্টিয়ায় পৌছে দেয়ার বিনিময়ে বিক্রি করেছি। পরে নিজেই মাছটি নিয়ে রওয়ানা হয়েছি। বাগাড় বিপন্ন প্রজাতির জানা সত্বেও কিনছেন কেন জানতে চাইলে বলেন, বাগাড় যারা ধরেন, বিক্রি করেন অপরাধ করলে তারা করেছে। আড়তে নিলামে তোলা হলে আমরা কিনে নেই। এ ছাড়া কোন দিন এ ব্যাপারে অভিযান চালাতে দেখিনি।

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজিব বলেন, বাগাড় মাছ সংরক্ষিত বন্যপ্রাণী আইনে চলে গেছে। মৎস্য সংরক্ষন আইনে না থাকায় আমরা কোন পদক্ষেপ নিতে পারছি না। তবে আমার জানা মতে বাগাড় শিকার, ক্রয়-বিক্রয় বা খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের