Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. আলোচিত খবর

রক্ষা করা গেল না গোয়ালন্দ বাসষ্ট্যান্ডের সেই বড় দুটি কড়ই গাছ

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ জুন ২০২৩, ১:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ স্থানীয়দের প্রতিবাদ ও বাধা উপেক্ষা করে ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত দুটি বড় কড়ই গাছ কেটে ফেলছে। এর আগে এক সপ্তাহ ধরে বাসষ্ট্যান্ড এলাকায় রোপনকৃত আরো তিনটি মাঝারী আকারের গাছ কেটে ফেলা হয়। বাসষ্ট্যান্ডের জিরো পয়েন্ট এলাকায় এই গাছ দুটি কাটতে গেলে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের প্রতিবাদের মুখে ইউএনও গাছ কাটতে বারণ। তবে সরকারি নিয়ম বন বিভাগের রোপনকৃত এসব গাছ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে বিধি অনুযায়ী দরপত্র প্রদান হওয়ায় ঠিকাদার গাছগুলো কেটে নিচ্ছে। এতে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

শনিবার সকালে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ডের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত সবচেয়ে বড় এবং পুরানো কড়ই গাছটি দুই দিন বিরতির পর ঠিকাদারের ৭-৮ জন লোক কেটে ফেলছেন। তার অদূরে থাকা আরেকটি পুরোনো বড় গাছের গোড়া খোড়া হয়েছে। সেটিও কেটে ফেলার চূড়ান্ত প্রস্তুতি চলছে।

ঠিকাদারের প্রতিনিধি মো. জুয়েল বলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের মোজাফফর হোসেন দরপত্রের মাধ্যমে বাসষ্ট্যান্ড এলাকার অংশটুকো পান। ৬ মাস আগে মহাসড়কের পাশে থাকা সকল গাছ কাটা হলেও বিদ্যুৎ সঞ্চালন লাইন না সরানোয় ৫টি গাছ কাটা হয়নি। এক সপ্তাহ ধরে তিনটি গাছ কাটা শেষে জিরো পয়েন্টে এলাকার গাছ দুটি কাটতে গেলে স্থানীয়রা বাধা দেয়।

এর আগে বুধবার দুপুরে স্থানীয় অনেকে শতবর্ষী কড়ই গাছ দুটির চারদিকে ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে তাতে লাল রং লাগিয়ে রক্তাত্ব অবস্থার সৃষ্টি করে। কাগজ সাটিয়ে লিখে দেন, “আমারও প্রাণ আছে, আমাকে বাঁচতে দিনঃ, “আমাকে বাঁচান”। ইতিমধ্যে গাছ দুটির বেশ কয়েকটি বড় ডালপালা কেটে ফেলেছে। এসময় স্থানীয় শিক্ষিত তরুণ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবীদ অনেকেই জড়ো হন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, গাছগুলোকে রক্ষা করেই বিদ্যুৎ লাইন বা মহাসড়ক সম্প্রসারণের কাজ করা যায়। উন্নয়ন কাজ যেমন জরুরী, তার চেয়েও বেশি জরুরি ছিল পরিবেশ বান্ধব গাছ রক্ষা করা। ৬ মাস আগেও যখন গাছ কাটা হচ্ছিল তখনই আমরা এই বাসষ্ট্যান্ড এলাকার গাছ কাটতে বিরোধিতা করেছিলাম।

দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, বিশাল গাছ দুটির নিচে সাধারণ মানুষ ও ক্ষুদ্র দোকানীরা বসতেন। দূর-দূরান্তে যাতায়াতকারী যাত্রীরা বছরের পর বছর তপ্ত রোদে গরমে গাছগুলোর নিচে বসে একটু হাফ ছেড়ে নিশ্বাস নিত। সন্ধ্যার পর ছোট অনেক ভ্রাম্যমান দোকান বসতো। বিশ্বের কোন সভ্য দেশে এভাবে গাছ কেটে উন্নয়ন কাজ করেনা।

উপজেলা বন কর্মকর্তা (ফরেস্টার) মনিরুজ্জামান খান বলেন, গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ লাইন সম্প্রসারণের জন্য গত ২০২১-২০২২ অর্থ বছরে ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে গাছ অপসারণে পাঁচটি গ্রুপে প্রায় ৫৮ লাখ টাকার দরপত্র প্রদান করে। সকল গাছ কাটা হলেও ঠিকাদার বাসষ্ট্যান্ড এলাকার গাছ কাটতে দেরি করে।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, স্থানীয়দের প্রতিবাদ ও দাবীর প্রেক্ষিতে গত বুধবার দুপুরে সরেজমিন গিয়ে গাছ কাটতে বারণ করেছিলাম। পরে খোঁজ নিয়ে কাগজপত্র যাছাই করে দেখলাম বিধি সম্মতভাবে তারা গাছ কাটছেন। যে কারনে আমরা আর বাধা দেইনি।

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী বলেন, জনসাধারণের দাবির সাথে আমিও একমত পোষণ করেছি। গাছগুলোকে যদি রক্ষা করে উন্নয়ন কাজ সম্ভব হয় তাহলে তাই করা দরকার।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের