Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পেয়াঁজ বোঝাই ট্রাক পদ্মা নদীতে, ১৫ ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ মার্চ ২০২৩, ১২:২৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ফরিদপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী পেয়াঁজ বোঝাই একটি ট্রাক সোমবার দিবাগত রাতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়। প্রায় ১৫ ঘন্টা পর আজ মঙ্গলবার বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ট্রাকটি উদ্ধার করে। ট্রাক চালককে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ও ঘাট সংশ্লিষ্টরা জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে নদী পাড়ি দিতে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটে পেয়াঁজ বোঝাই ট্রাকটি আসে। কিছুক্ষণের মধ্যে ঘাটে একটি ছোট ফেরি নোঙর করলে ট্রাকটি ফেরিতে ওঠতে ইঞ্জিন চালু করে। কিন্তু চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সরাসরি পদ্মা নদীতে চলে যায়। এসময় গাড়ির সহকারী পন্টুনেই ছিলেন। চালক গাড়িতে থাকলেও তিনি কিছুক্ষণ পর উঠতে সক্ষম হন। আঘাত প্রাপ্ত হওয়ায় আহত অবস্থায় তাকে রাতেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ট্রাকটির সহকারী পল্লব দাস বলেন, সোমবার রাত ৮টার দিকে ফরিদপুর সালথার বালিয়াবাজার থেকে জামালপুরের উদ্দেশ্যে রওয়ানা করেন। রাত ১০টার দিকে তারা দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে পৌছলে ব্রেক হাওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরমধ্যে ঘাটে একটি ছোট ফেরি ভিড়লে ফেরিতে ওঠতে গাড়ির ইঞ্জিন চালু করা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে চলে যায়।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দুর্ঘটনার পর ঘাটে বহু মানুষ দৃশ্যটি দেখছিলেন। অথচ কিভাবে গাড়ি বা চালককে উদ্ধার করা যায় তার দিকে কারো খেয়াল নেই। অনেক কষ্টে চালক উঠে আসলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় অন্তত ৬ লাখ টাকার গাড়ির মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িতে ৮-৯ টনের মতো পেয়াঁজ ছিল বলে তিনি দাবী করেন।

পেয়াঁজ মালিক সালথার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ২০ হাজার টাকা ভাড়ায় ট্রাকটিতে ৩ লাখ ৬৫ হাজার টাকার ১২ টন পেয়াঁজ জামালপুর বাজারের উদ্দেশ্যে পাঠান। পরবর্তীতে ওই পেয়াঁজের ওপর আরো কয়েক বস্তা রসুনও ছিল বলে তিনি জানতে পারেন। পানিতে তলিয়ে যাওয়ায় এই পেয়াঁজ ভালো নেই বলে তিনি মনে করছেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সিরাজুল কবির বলেন, রাত সাড়ে ১০টার দিকে পণ্যবাহী ট্রাক পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় তাৎক্ষনিকভাবে বিআইডব্লিউটিএসহ নৌপুলিশের উর্দ্বোতন কর্মকর্তাদের অবগত করা হয়। আজ সকালে বিআইডব্লিউটিএ উদ্ধার কাজ শুরু করলে প্রায় ১৫ ঘন্টা পর ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের যুগ্ম-পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম আজগর আলী। তিনি বলেন, খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ায় পৌছে উদ্ধার কার্যক্রম শুরু করি। পৌনে তিন ঘন্টা চেষ্টার পর দুপুর ১.১০ মিনিটে ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের