• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২২

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আজ শনিবার ভোররাতের দিকে উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট বাইপাস সড়কের পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি ১০ ইঞ্চি লম্বা স্টেইনলেস স্ট্রীলের তৈরী গিয়ার চাকু ও একটি ১৫ ইঞ্চি লম্বা লোহার তৈরী দা জব্দ করেছে।

দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়া ওরফে আফছার শেখ এর পাড়ার মো. শাহজাহান মৃধার ছেলে মো. সুলতান মৃধা (৪২) ও রাজবাড়ী শহরের রেলওয়ে ষ্টেশন কুলিপট্টি এলাকার গুরু শেখ এর ছেলে মো. সুজন শেখ (২১)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে পুলিশের একটি দল দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় থাকা অবস্থায় ৭নম্বর ফেরি ঘাট সড়ক সংলগ্ন স্থানীয় ছব্দুল মন্ডলের বালুর চাতালের পিছনে ডাকাতির প্রস্তুতির খবর পান। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর সেখানে অভিযান চালায়। এসময় হাতে নাতে সুলতান মৃধা ও সুজন শেখকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার সকালেই তাদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন। পরে দুপুরেই তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর