Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. খেলাধুলা

৬০০ ফুট আর্জেন্টিনা প্রতাকা নিয়ে গোয়ালন্দে সমর্থকদের উল্লাস, মেসিকে আনার দাবী

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, ৬:৫৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ফুটবল বিশ্বকাফে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার বিজয়ে আনন্দিত সারা বিশ্বের মতো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সমর্থকরা। এই আনন্দে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির আয়োজনে ৬০০ ফুট দৈর্ঘের পতাকা ও জাতীয় পতাকা নিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোয়ালন্দ শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে শেষ হয়।

আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি ছিলেন আনন্দ মিছিলের আয়োজক।  সোমবার রাতে গোয়ালন্দ শহর ব্যাপী মাইকিং করা হয়। তার আলোকে মঙ্গলবার দুপুরে বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলের শুরুতে রাখা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। এরপর প্রিয় দল আর্জেন্টিনা দেশের ৬০০ ফুট লম্বা পতাকা। সাথে ছিল ট্রাকে বিভিন্ন সাউন্ড সিস্টেম সহ বাদ্যযন্ত্র। গায়ে জার্সি পরে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার সমর্থক মিছিলে অংশ গ্রহণ করেন। প্রিয় দলের বিজয়ে র‌্যালীতে অংশ নেয়া প্রত্যেকে আবির ছিটিয়ে আনন্দে শরিক হন। মেসি ভক্তদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। বাঁশি আর ব্যানপার্টির তালে তালে আনন্দের মেতে ওঠেন সকলে।

আনন্দ মিছিলের আয়োজক গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা সমর্থন করে। আমি যখন থেকে খেলাধুলা বুঝতে শিখেছি তখন থেকে ম্যারাডোনার একজন ভক্ত।  প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে আজকের এই আনন্দ র‌্যালী। এবার এই প্রথম মেসির হাতে বিশ্বকাপের ট্রফি উঠেছে তাই এবারের আনন্দ ছিল সম্পূর্ণই ভিন্ন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রায় ২৫ হাজার টাকা খরচ করে ৬০০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা তৈরী করেছি। ৬০০ ফুট লম্বা পতাকা নিয়ে আনন্দ র‌্যালীতে অংশ নিয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা মেসি ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকরা। তবে মেসিকে বাংলাদেশে আনার জন্য সরকারের কাছে আমি জোর দাবী করছি। এ জন্য আমরা আগামী ২৩ ডিসেম্বর বিকেলে মোটরসাইকেলের শোভাযাত্রা বের করবো। আশা করি ওই দিনও অনেকেই শরীক হবেন।

আর্জেন্টিনা দলের কট্টোর সমর্থক গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া বলেন, আমার পরিবার আর্জেন্টিনা দলের সমর্থক। ফাইনাল খেলার দিন ফ্রান্স যখন পর পর দুটি গোল দিয়ে সমতায় ফিরে আসলো তখনই আমার বয়স্ক মা সহ স্ত্রীও অনেকটা অসুস্থ্য হয়ে পড়ার উপক্রম হয়ে যায়। আর্জেন্টিনার পরাজয় কোনভাবে মেনে নেয়া সম্ভবনা। বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনার সবচেয়ে বেশি ভক্ত রয়েছে বাংলাদেশে। খেলোয়ারদের মনোবল চাঙ্গা করতে হলেও মেসিকে বাংলাদেশে সরকারের কাছে আমি জোর দাবী জানাচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজবাড়ীতে পেঁয়াজ বীজ বপনে ক্ষতিগ্রস্ত কৃষকের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ীতে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ইমাম কমিটির বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে গোয়ালন্দে তৌহিদি জনতার মানববন্ধন

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনন্দ একাদশ

রাজবাড়ীর পদ্মার পাড়ে রাতের আঁধারে ছয় কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

গোয়ালন্দে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ