• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২১

রাজবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক

শামীম বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা গল্পগৃহ রিসোর্ট মিলায়াতনে অনুষ্ঠিত হয় শিল্পের চিত্র চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২১ এর বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার চ্যানেল আই এর কর্মকর্তা রাসেল কবির চৌধুরী এর সহযোগিতায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন জেলাকে হারিয়ে রাজবাড়ী জেলার সফল পাঁচজন চিত্র শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও লালন গবেষণা একাডেমি এর চেয়ার‌ম্যান বঙ্গবন্ধু পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা টিভির চেয়ারম্যান ও এনি মাল্টিমিডিয়ার কর্নধার এনি, ঢাকার ডিরেক্টর হেলাল উদ্দিন হিলু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জার্নাল এর সম্পাদক ও প্রকাশক এবং খোলা কাগজের রাজবাড়ী প্রতিনিধি কবির হোসেন, শট ফিল্ম নির্মাতা ইব্রাহিম প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন আনোয়ার সংকেত। অনুষ্ঠানে পরিচালনায় ও পরিকল্পনায় ছিলেন চ্যানেল আই এর এক্সিকিউটিভ ডিজিটাল প্লাটফর্ম এন্ড প্রেস এর রাসেল কবির চৌধুরী।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর