Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. আলোচিত খবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ কুয়াশায় বন্ধের ৮ ঘন্টা পর ফেরি চালু, দুর্ভোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ ডিসেম্বর ২০২১, ৬:৩২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে ও পাটুরিয়া প্রান্তে পাটুরিয়া-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটার যানবাহনের লম্বা লাইন তৈরী হয়। এতে দুর্ভোগে পড়েন আটকে থাকা শত শত যানবাহনের যাত্রী এবং চালকেরা।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত দেড়টার দিকে অতি মাত্রায় ঘন কুয়াশা পড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বুধবার সকালে দৌলতদিয়া প্রান্তে দেখা যায়, ফেরি ঘাট এলাকায় কয়েকশ ঢাকামুখী গাড়ি নদী পাড়ি দিতে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার লম্বা লাইনে অপেক্ষা করছে। শীত ও কুয়াশায় আটকে থাকা যানবাহনের যাত্রীরা গাড়িতেই বসে আছেন। অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের ষ্টলে ভিড় করছেন। ফেরি ঘাটের সংযোগ সড়কসহ পন্টুনে কিছু গাড়ির সাথে বেশকিছু যাত্রী কখন ফেরি চালু হবে সে জন্য অপেক্ষা করছেন।

ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনগুলোকে সকাল ৯টার দিকেও হেডলাইন জ¦ালিয়ে চলাচল করতে দেখা যায়। ছোট ছোট যানবাহনে জরুরি কাজে ছুটে চলা মানুষদেরকে যবুথবু অবস্থায় বসে চলাচল করতে দেখা যায়।

মাগুরা থেকে মঙ্গলবার রাতে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন সিয়াম প্রামানিকসহ কয়েকজন। তারা শীতকালিন বেড়াতে একত্রে কয়েকজন রওয়ানা করেছেন। মঙ্গলবার মধ্যরাতে ফেরি ঘাট থেকে প্রায় চার কিলোমিটার পিছনে আটকা পড়েন। তাদের গাড়িটি দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় পৌছানোর পর খোঁজ নিয়ে জানতে পারেন ফেরি বন্ধ রয়েছে। এরপর থেকে তারা সকলেই বাসেই বসে আছেন। তিনি বলেন, বুধবার সকালে তাদের চট্রগ্রাম পৌছানোর কথা ছিল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, কুয়াশায় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি, মাঝ নদীতে ৩টি ও পাটুরিয়ায় ৫টি ফেরি নোঙর করে ছিল। কুয়াশায় ফেরি বন্ধের ৮ ঘন্টা পর সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া থেকে ফেরি ছেড়ে যায়। ফেরি বন্ধ ও ফেরি স্বল্পতার কারনে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে লোকাল বাস বন্ধ, দুর্ভোগ

কালুখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

কালুখালীতে যাত্রীবাহি দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১৫

ভুল রাজনীতির কারণে শেখ মুজিবকে জীবন দিতে হয়েছে – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

বরশিতে পাওয়া ১৬ কেজি পদ্মা নদীর বোয়াল বিক্রি হলো অর্ধলাখ টাকায়

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে তারুণ্যের উৎসব

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু 

রাজবাড়ীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খরিদ্দার সেজে মাদক ব্যবসায়ীকে ধাওয়া, গোডাউনে মিললো গুলিসহ তিনটি বিদেশি পিস্তল

সন্তানদের পরিচয়ে পরিচিত হতে চান দৌলতদিয়া যৌনপল্লীর মায়েরা

গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন