• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৬ ডিসেম্বর, ২০২১

পাংশার দশ ইউপিতে নৌকা পেলেন যারা

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ পঞ্চম ধাপে রাজবাড়ীর পাংশা উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে৷ গত রোববার উপজেলা আ.লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বিষয়টি নিশ্চিত করেছে।

পঞ্চম ধাপে আ.লীগ মনোনীত নৌকার প্রার্থীরা হলেন, বাহাদুরপুর ইউনিয়নে হুমায়ুন কবির শাকিল, হাবাসপুর ইউনিয়নে আব্দুল আলিম মন্ডল, মাছপাড়া ইউনিয়নে খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, শরিষা ইউনিয়নে আজমল আল বাহার, কলিমহর ইউনিয়নে মোছাঃ বিলকিছ বানু, যশাই ইউনিয়নে আবু হোসেন, মৌরাট ইউনিয়নে হাবিবুর রহমান, বাবুপাড়া ইউনিয়নে ইমান আলী সরদার, পাট্টা ইউনিয়নে আব্দুর রব, কসবামাজাইল ইউনিয়নে শাহারিয়ার সুফল মাহমুদ।

উপজেলা আ.লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো জানায়, আসন্ন ইউপি নির্বাচনে পাংশা উপজেলার সব কয়টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। উপজেলার সকল নেতা কর্মী নৌকার প্রার্থীকে জয়ী করতে কাজ করবে। এবং প্রতিটা ইউপিতেই নৌকার প্রার্থীরা জয়ী হবেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর