• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ২৯ নভেম্বর, ২০২১

গোয়ালন্দে অবহেলিতদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবহেলিতদের মাঝে সোমবার দুপুরে শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। দৌলতদিয়া কে কে এস শিশু বিদ্যালয় চত্বরে সেভ দ্য চিলড্রেন ও কর্মজীবী কল্যাণ সংস্থার আয়োজনে সহযোগিতা করে সুইজারল্যান্ড।১ হাজার ৭৭জন অসহায় নারী, পুরুষ ও শিশুর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস পারভীন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অবহেলিত স্থানীয় ১ হাজার ৭৭জন নারী, পুরুষ ও শিশুদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। যাদের অধিকাংশ রয়েছেন দৌলতদিয়া যৌপল্লি ও পূর্বপাড়ার বাসিন্দা।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর