গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে ইউএনওর রেকেট বিতরণ
মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে ব্যাটমিন্টন খেলার জন্য রেকেট বিতরণ করেছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ব্যাটমিন্টন খেলার জন্য এ রেকেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক খান, গোয়ালন্দ প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আল আমিন মিয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইন সহ প্রমুখ।
রেকেট বিতরণ কালে ইউএনও বলেন, ছাত্র-যুবকরা জাতির ভবিষ্যৎ। একমাত্র খেলাধুলা পারে সমস্ত অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে যুবকদের বিরত রাখতে। এজন্য সকলকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার ব্যাপারে খুবই আন্তরিক। এজন্য তিনি প্রতিটি উপজেলার বিভিনন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রীর ব্যবস্থা করেছেন। যাতে গ্রামের ছেলে মেয়েরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত না হয়।