রাজবাড়ীমেইল ডেস্কঃ দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজবাড়ীর সাবেক জেলা প্রতিনিধি ও রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার মজুমদার গনেশ (৭২) রোববার সকাল ৮টা ১০মিনিটে জেলা শহরের ভাজনচালা গ্রামের নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, সহকর্মীসহ অসংখ্য আত্নীয় -স্বজন রেখে গেছেন। রোববার দুপুরে রাজবাড়ী পৌরসভার মহা শ্বশানে তাঁর শেষ কৃত্যনানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গভীর শোক প্রকাশ করেছেন।