• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ২৫ অক্টোবর, ২০২১

টুঙ্গিপাড়ায় রাজবাড়ী জেলা আ.লীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক জেলা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে তিন শতাধিক নেতৃবৃন্দ নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা সহ বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের প্রয়াত সদস্যেদের আত্নার প্রতি শান্তি কামনা করে বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলসহ রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার প্রতিটি ইউনিয়নের আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মোনাজাত শেষে এমপি জিল্লুল হাকিম উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। কিন্তু ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ডের ফলে সেই স্বপ্ন ভেঙে যায় বাঙালির। ১৯৭৫ এর ১৫ আগস্টের পর থমকে যায় বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকান্ড। কিন্তু আশার কথা হচ্ছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ দেশের হাল ধরেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কিভাবে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায় তার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।

তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সব দ্বিধা-দ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে এক সাথে কাজ করতে হবে। মনে কোন রকম কষ্ট রাখা যাবে না। আসুন এখান থেকে শপথ করি, সব হিংসা ভুলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ থাকব।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর