Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. কৃষি ও অর্থনীতি

মা ইলিশ শিকারে ১৪ জেলের কারাদন্ড, ৮০ হাজার মিটার কারেন্ট জাল ধংস

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১০:২৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ১৪ জন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান  করেছে ভ্রাম্যমাণ আদালত। সাথে তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ফেলা হয়েছে। ৫৫ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলার মৎস্য দপ্তর কার্যালয় জানায়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর থেকে দুপুরের আগ পর্যন্ত পদ্মা নদীর চরবেতকা, রাখালগাছি নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৯জন জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের থেকে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ৫০ কেজি ইলিশ মাছ আটক করা হয়েছে। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ও মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া জেলেদের কাছ থেকে মাছ ধরার ৩ টি নৌকা জব্দ করে ৩০ হাজার টাকা নিলামে বিক্রয় করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত আরো ৫জন জেলেকে আটক করে। তাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করে। পরে রাতেই জালগেুলো পদ্মার চরে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আর আটককৃত ৫ জেলের প্রত্যেককে ১৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জনান, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে অভিযান চালানো হয়। মা ইলিশ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনাকালে আজ ৯ জেলেকে আটক, ৩০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল এবং ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। আগের দিন বুধবার ৫ জন জেলে আটকের সাথে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন না মানায় জেলেদের নিষেধাজ্ঞার সময়কালীন ২৫ অক্টোবর পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত জাল পদ্মা নদীতে আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয়। একই সাথে ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের মাঝে প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক)মো. জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা