Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

দেড় বছর পর ৯৯৯ -এ ফোন করে যৌনপিল্ল থেকে উদ্ধার হলো গৃহবধু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ আগস্ট ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ

Link Copied!

কামাল হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে শুক্রবার এক গৃহবধুকে (২৫) উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আলীনগর (রহনপুর বড় বাজার) এলাকার দরিদ্র ভ্যান চালকের মেয়ে। চলচিত্রের নায়িকা বানানোর প্রতিশ্রুতির প্রলোভনে পড়ে প্রায় দেড় বছর আগে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছিল। শনিবার দুপুরে থানায় এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দা, স্থানীয় আবুলের বাড়ির ভাড়াটিয়া সাত্তার শেখের মেয়ে রিতা বেগম (২৭) ও তার স্বামী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বিদ্যুৎপাড়া এলাকার সামছুল আলমের ছেলে সোহেল রানাকে (৩০) গ্রেপ্তার করেছে।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গৃহবধুর বাবা একজন দরিদ্র ভ্যান চালক। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় গৃহবধুর মা অন্যত্র গিয়ে বিয়ে বসেন। এ অবস্থায় অতি কষ্টে চলতে থাকে তাদের সংসার। প্রায় ৭ বছর পূর্বে সাভারের হেমায়েতপুরের কানারচর এলাকায় তাহার বিয়ে হয়। স্বামীর বাড়িতে থাকা অবস্থায় অজ্ঞাত নামা এক যুবকের সাথে পরিচয় হয়। উক্ত ব্যক্তি তাহাকে প্রায় চলচিত্র জগতের নায়িকা বানানোর প্রলোভন দেখাতে থাকে। অজ্ঞাত যুবকের প্রলোভনে এক পর্যায়ে সে রাজি হয়।

অজ্ঞাতনামা যুবকের নায়িকা বানানোর প্রতিশ্রুতিতে শুটিংয়ের কথা বলে গত বছর জানুয়ারী মাসে দেশের বৃহত্তম এই দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসে। এখানে স্থানীয় রিতা বেগম এবং সোহেল রানার নিকট ৬০ হাজার টাকায় গৃহবধুকে বিক্রি করে দেন। এসময় রিতা বেগম ও সোহেল রানা তাহার কাছে থাকা মুঠোফোনটি কেড়ে নিয়ে যায়। এমনকি তার ঘরে জোর পূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে  পতিতাবৃত্তিতে বাধ্য করেন। বাইরে যাতে সে পালিয়ে যেতে না পারে এ জন্য ঘরের মধ্যে তাকে শিকল দিয়ে আটকে রাখতো।

গত শুক্রবার (১৩ আগস্ট) তার কাছে এক খরিদ্দারের কাছে সে সব ঘটনা খুলে বলে। এ সময় তার মুঠোফোনটি নিয়ে জরুরি হটলাইন নাম্বার ৯৯৯-এ ফোন দিয়ে উদ্ধারের জন্য সহায়তা চায়। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌনপল্লি থেকে তাকে উদ্ধার করে। একই সাথে ঘটনায় জড়িত থাকার অভিযোগে উল্লেখিত রিতা বেগম এবং তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গৃহবধু বাদী হয়ে রিতা বেগম, সোহেল রানা ও অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গ্রেপ্তারকৃতদের শনিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা