Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে রাজবাড়ীর পদ্মা পাড়ের মানুষ

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ আগস্ট ২০২১, ১০:২২ অপরাহ্ণ

Link Copied!

শামিম রেজা, রাজবাড়ীঃ দুবার নদী ভাঙনের শিকার হয়েছেন। কয়েক বছর আগে গোদারবাজার এলাকায় বেড়ি বাঁধের পাশে বাড়িঘর করে সংসারটা কোনোমতে গুছিয়ে নিয়েছেন। দিনমজুর স্বামী যা রোজগার করেন তাই দিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছেন। ঘরে রয়েছে প্রতিবন্ধী নাতি। কিছুদিন হলো নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। সেই চিন্তায় ঘুম নেই।

এবার নদী ভাঙলে যাবার কোন জায়গা নেই। পরিবারের সবাইকে নিয়ে পথে পথে ঘুরতে হবে। এমপি এসে দেখে বলে গেছে রাজবাড়ীর নদী ভাঙন আর তিনি ঠেকাতে পারবে না। এভাবেই কথা গুলো বলছিলো সদর উপজেলার গোদার বাজার এলাকার ফাতেমা বেগম।

একই এলাকার আছিয়া বেগমেরও একই দশা নদীতে চারবার বসতঘর ভেঙেছে তার। কয়েক বছর আগে গোদারবাজার এলাকায় এসে বাড়ি করেছে। কয়েক দফা ভাঙনে শেষ সম্বল তিন শতাংশ জমি বিলীন হয়ে গেছে। এখন বাকী আছে শুধু বাড়ি। সেটাও যে কোন সময় বিলীন হয়ে যাওয়ার দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছে।

গত একমাসের ব্যবধানে রাজবাড়ীতে পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের বøক ধসে পড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। ছয় দফা ভাঙনে প্রায় ৩০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। আর এতে করে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। ভিটা-মাটি হারানোর দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছে পদ্মা পাড়ের মানুষ। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বেড়ি বাঁধ, স্কুল, মসজিদ, বসতঘর, ফসলি জমিসহ বহু স্থাপনা। ভাঙন অব্যাহত থাকলে ৩৭৬ কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পুরোটাই পানিতে চলে যাবে। ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এ ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

ধুঞ্চি এলাকার সুমন মৃধা জানায়, এখন পর্যন্ত ছয় বার নদীতে বাড়ি ঘর ভেঙ্গে গেছে। নদী থেকে ১৫ ফিট দূরে এখন তার বাড়ি। এইটুকু ভেঙ্গে গেলে পথ বসতে হবে। ভাঙ্গন রোধে কোন কাজ হচ্ছে না। যা হচ্ছে চিটারি কাজ।

আব্দস সালাম জানায়, যে ভাবে এই প্রকল্পের কাজ হওয়ার কথা সেই ভাবে কাজ হয় নাই।যে কারণে এই ভাঙ্গন। নদী থেকে বেড়ি বাধ রয়েছে ২০ মিটার দূরে। ভাঙ্গনের কারণে বেড়ি বাধই এখন হুমকির মূখে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ৩৭৬ কোটি ব্যয়ে (ড্রেজিংসহ) মোট পাঁচটি প্যাকেজের মাধ্যমে নদী ভাঙন তীর সংরক্ষণের কাজ চলছে। গোদারবাজারের অনতি দূরে পয়েন্ট থেকে ৪৩৫ মিটার ব্যপ্তির কাজ করছে ওয়েস্টার নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৯৮ লাখ টাকা। আগামী বছর ফেব্রæয়ারি মাসে একাজ হস্তান্তর করার কথা রয়েছে। যেহেতু কাজ চলমান একারণে ভাঙন প্রতিরোধের ব্যয়ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে বহন করতে হবে।

রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানায়, ২০১৮ সালে নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়। প্রতিবছরই নদী ভাঙ্গনের কারণে নদীর মূল লাইন তীরের কাছে চলে এসেছে। আমরা সার্ভে করে দেখেছি নদীর যে লেভেলটা আগে যেখানে ছিল-২২ (মাইনাস ২২) এ এখন চলে এসেছে -২৮ (মাইনাস আটাশ) এ। নদীর গভীরতা সরে আসার কারণে নদীর যে স্রোত এর সাথে কুলিয়ে উঠতে পারছে না। আমাদের যে ডিজাইন আছে সেটি সংশোধন হওয়া দরকার।

তিনি আরো বলেন, অতিরিক্ত এক লাখ ১০ হাজার জিও ব্যাগ ফেলার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। তারা এসে সাইট দেখে গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম প্রসঙ্গে বলেন, আমরা প্রত্যেকটি মেটেরিয়াল চেক করেছি। তিন বছর ধরে কাজ চলছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের