হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুতায়িত হয়ে সোহাগ মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহাগ উপজেলার পদমদী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার (১১ আগষ্ট) দুপুর ১২টার দিকে সোহাগ মিয়া তার পাশের এক বাড়িতে বিদ্যুতের কাজ করছিলো। হঠাৎ সে বিদ্যুতায়িত হলে গুরুতর আহত হন। পরে আহত অবস্থ্য়া স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গুরতর আহত যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান এই কর্মকর্তা।