Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য
  5. আলোচিত খবর

প্রবাসী ফোরামের জন্মদিনে ব্লাড ডোনার ক্লাবকে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান

রাজবাড়ী মেইল ডেস্ক
২ আগস্ট ২০২১, ১১:২৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা, বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন এমন প্রবাসী যুবকদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘গোয়ালন্দ প্রবাসী ফোরাম’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে আরেক স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে জরুরি অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার (২ আগষ্ট) দুপুরে গোয়ালন্দ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী প্রদান করা হয়।

মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেন বিপুল এর সভাপতিত্বে স্বেচ্ছাসেবক মাহফুজুর রহমান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাস সালু প্রমূখ।এসময় অনুষ্ঠানে প্রবাসী ফোরাম ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে গোয়ালন্দ প্রবাসী ফোরামের পক্ষ থেকে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের হাতে ৫টি অক্সিজেন সিলিন্ডার, বেশকিছু হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।এসময় অনুষ্ঠানে উপস্থিত সকলে আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতার পাশাপাশি ধন্যাবাদ জ্ঞাপন করেন।

আমেরিকা প্রবাসী মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা যারা প্রবাসে থেকে শ্রম দিয়ে টাকা উপার্জন করি, তাদের কষ্টার্জিত টাকা থেকেই প্রতি বছর অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় করোনা মহামারীর কথা চিন্তা করে অক্সিজেন সিলিন্ডারেএবং স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জমাদি প্রদানের ব্যবস্থা করেছি। তাদের এ ধরনের মহৎ কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ইউএনও আজিজুল হক বলেন, গোয়ালন্দের প্রবাসী যুবকরা দেশের এই করোনা মহামারীর মধ্যে যেভাবে এগিয়ে এসেছে এটি সত্যিই প্রশংসার দাবী রাখে।আমি তাদের যে কোন ধরনের মহৎ কাজের পাশে আছি।

আরেক বিশেষ অতিথি পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, আমাদের কিছু ভাই গোয়ালন্দের এই মহামারীর মধ্যে এগিয়ে এসেছে এটা সত্যিই অনেকটা বিরল। গোয়ালন্দ প্রবাসী ফোরামের যে কোন ভালো কাজের সাথে গোয়ালন্দ পৌরসভা সর্বদা থাকবে।

প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সি বলেন, গোয়ালন্দ প্রবাসী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে তারা আনন্দ উল্লাস না করে করোনা মহামারীর কথা চিন্তা করে অসহায় মানুষের সেবায় এগিয়ে এসেছেন। আরেক সেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে অক্সিজেন সিলিন্ডার সহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সরঞ্জমাদি প্রদান করার মাধ্যমে তাদের কাজকে আরো উজ্জীবিত করবে। আমি তাদের মঙ্গল কামনা করি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে লোকাল বাস বন্ধ, দুর্ভোগ

কালুখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

কালুখালীতে যাত্রীবাহি দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১৫

ভুল রাজনীতির কারণে শেখ মুজিবকে জীবন দিতে হয়েছে – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

বরশিতে পাওয়া ১৬ কেজি পদ্মা নদীর বোয়াল বিক্রি হলো অর্ধলাখ টাকায়

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে তারুণ্যের উৎসব

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু 

রাজবাড়ীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খরিদ্দার সেজে মাদক ব্যবসায়ীকে ধাওয়া, গোডাউনে মিললো গুলিসহ তিনটি বিদেশি পিস্তল

সন্তানদের পরিচয়ে পরিচিত হতে চান দৌলতদিয়া যৌনপল্লীর মায়েরা

গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন