নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এবার পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ২৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রতন শেখ ওরফে রতন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি ধরা পড়ার পর জেলে রতন হালদার বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১৬৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭০০ টাকায় কিনে নেন। মাছটি আজ রোববার সকালে ঢাকার এক ব্যবসায়ীর কাছে তিনি বিক্রি করেছেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, ভরা বর্ষা হওয়ায় এখন মাঝে মধ্যে পদ্মা এবং যমুনা নদীতে বড় বড় পাঙ্গাশ, কাতলা, রুই, বাগাড় ও বোয়াল জাতীয় মাছ ধরা পড়ছে। শনিবার বিকেলে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রতন শেখ কয়েকজন সঙ্গীকে সাথে করে যমুনা নদীতে মাছ শিকারে নামেন। প্রথম বার জাল ফেলে প্রায় ঘন্টা খানেক পর জাল পদ্মায় এসে তুলতে ড়েলে বড় ঝাকি অুনভব করেন। তখনই বুঝতে পারেন বড় মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকায় তোলার সময় দেখতে পান বড় একটি পাঙ্গাশ ধরা পড়েছে। দেরি না করে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগে করে সন্ধ্যায় মাছটি ঘাটে নিয়ে আসেন ওজন দিয়ে দেখতে পান প্রায় ২৬ কেজি ৫০০ গ্রাম হয়েছে।
মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ইদানিং মাঝে মধ্যে বড় মাছ ধরা পড়ছে। তবে ২৬ কেজি ওজনের পাঙ্গাশ খুব কমই দেখা গেছে। শনিবার সন্ধ্যার দিকে ফেরি ঘাটে জেলে রতন হালদার মাছটি নিয়ে আসলে আমি ১৬৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭০০ টাকায় কিনে নেই। মাছটি রাতভর পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রেখে বিভিন্ন পরিচিত জনদের সাথে যোগাযোগ করতে থাকি। রোববার সকালে ঢাকার এক পরিচিত বড় ব্যবসায়ীর সাথে কথা বলে মাছটি প্যাকেট করে পাঠান। কত টাকা করে দাম দিবেন তা পরিস্কার করে বলেননি। আশা করছি উপযুক্ত দাম দিবেন।
এর আগে শনিবার সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার জেলে নিরঞ্জন হালদারের জালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১৭০০ টাকা কেজি দরে ২২ হাজার ১০০ টাকায় কিনে ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, সামনে ভরা বর্ষা মৌসুমে আরো বড় বড় মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের দেশীয় প্রজাতির বড় মাছ এই নদীতে পাওয়াটা এ অঞ্চলের মানুষের জন্য অবশ্যই সুখবর। তবে স্থানীয়ভাবে এ ধরনের মাছ রক্ষার ব্যবস্থা করতে পারলে আরো বেশি সবাই উপকৃত হতো।