• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২১
সর্বশেষ আপডেট : ৮ জুলাই, ২০২১

হেরোইন সেবনকালে হাতেনাতে ধরা ৪ যুবক, ৬ মাসের জেল

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পরিত্যাক্ত বাড়িতে বসে হেরোইন সেবনকালে বৃহস্পতিবার দুপুরে হাতেনাতে চার যুবককে ধরেছে ভ্রাম্যমান আদালত। পরে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার নছর উদ্দিন সরদার পাড়ার সিদ্দিক শেখ এর ছেলে সেলিম শেখ (৩৩), একই গ্রামের সামজদ্দিন ফকিরের ছেলে ইউসুফ আলী ফকির (৪০), চর বালিয়াকান্দি গ্রামের মৃত সোহরাব আলী শেখ এর ছেলে হাবিবুর রহমান শেখ (৫০) ও দেওয়ান পাড়ার মৃত হারুন শেখ এর ছেলে ফরিদ শেখ (৪০)।

ভ্রাম্যমান আদালত জানায়, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে হাউলি কেউটিল গ্রামের পরিত্যাক্ত বাড়ি বসে চার যুবক হেরোইন সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে হেরোইন সেবনরত অবস্থায় সরঞ্জমাদি সহ চার যুবককে গ্রেপ্তার করে। অভিযানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সহযোগিতা করেন। পরে গ্রেপ্তারকৃতদের ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয়। পরে তাদেরকে বিকেলেই ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।

তিনি আরো বলেন, এদিকে স্বাস্থ্যবিধি অমান্য করে ঘোরাফেরা করায় গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার দৌলতদিয়া ও উজানচর এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে ৩১০০ টাকা জরিমানা করা হয়েছে। তাদের কারো মুখে মাস্ক ছিল না বলে জানান।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর