Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. আলোচিত খবর

পাংশায় ইউপি মেম্বারের বাড়িতে সন্ত্রাসীদের গুলি

রাজবাড়ী মেইল ডেস্ক
১ জুলাই ২০২১, ৫:৫৭ অপরাহ্ণ

Link Copied!

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউপির পালেরডাঙ্গী গ্রামে ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে মঙ্গলবার (২৯ জুন) দিবারাত ১২টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা হানা দেয়। সন্ত্রাসীরা নজরুল ইসলামের ঘরের দরজায় আঘাত করলে দরজার খিল ভেঙ্গে যায়। ভয়ে শোর-চিৎকার করলে সন্ত্রাসীরা দু’টি গুলি করে। এতে নজরুল মেম্বার (৪০), তার স্ত্রী রুনা পারভীন (৩৫) ও পুত্র তামিম (৮) ছররা গুলিতে কমবেশী আহত হয়।

নজরুল ইসলাম সরিষা ইউপির ৪নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত মেম্বার। তার পিতার নাম মৃত লোকমান সরদার। ঘটনার রাতেই আহতদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রাতেই নজরুল মেম্বারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। করোনা ও লকডাউন পরিস্থিতির কারণে বুধবার ৩০ জুন সকালে আহতরা বাড়িতে ফিরলেও পুরোপরি সুস্থ্যতার জন্য বুধবার বিকেলে নজরুল মেম্বার তার স্ত্রী রুনা পারভীন ও পুত্র তামিমকে নিয়ে পুনরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা যায়, পালেরডাঙ্গী গ্রামের মৃত সহমত মন্ডলের পুত্র সুকুমার মন্ডলকে (৪১) সোমবার রাত আটটার দিকে কে বা কাহারা মারধর করে। এ নিয়ে ইউপি মেম্বার নজরুল ইসলামকে দোষারোপ করা হয়। তার ধারাবাহিকতায় নজরুল মেম্বারের বাড়িতে সন্ত্রাসীরা তান্ডব চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউপি মেম্বার নজরুল ইসলাম জানান, সোমবার রাতে কে বা কাহারা একই গ্রামের সুকুমার মন্ডলকে মারধর করে। এ নিয়ে তাকে দোষারোপ করা হয়। নজরুল মেম্বার বলেন, সুকুমার তার এলাকার ভোটার। তার সাথে কোনো বিরোধ নেই। সুকুমার মন্ডলকে মারধরের সাথে কারা জড়িত তা জানেননা। মঙ্গলবার রাত পৌঁনে ১২টার দিকে ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীদের ছররা গুলিতে তার বাম বগলের নিচে ক্ষত হয়। তার স্ত্রী রুনা পারভীনের চোখমুখে ও পুত্র তামিমের শরীর ক্ষত হয়েছে। তারা তিনজন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার (এস.পি) এম এম শাকিলুজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত আছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং মোটিভ উদঘাটনে থানা পুলিশ তৎপর রয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন