Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি
  6. ভিন্ন স্বাদের খবর
  7. লাইফস্টাইল
  8. ধর্ম ও জীবন
  9. আলোচিত খবর

জীবিকার তাগিদে রাজবাড়ীর ঝুমু রানীর ছুটে চলা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ জুন ২০২১, ৯:৫০ অপরাহ্ণ

Link Copied!

শামীম রেজা, রাজবাড়ীঃ সংসার সামলাতেই তার দিন চলে যেত। স্বামী আর এক ছেলে নিয়ে ছোট সংসারে অভাব থাকলেও সুখ ছিলো অনেক। হঠাৎ করে স্বামী কিডনী রোগে মারা গেলে জীবণের সব কিছুই পাল্টে যায়। গৃহবধু থেকে হয়ে যায় পত্রিকার হকার। ভোরের আলো ফোটার আগেই বাইসাইকেল আর পত্রিকা নিয়ে ছুটে চলে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। বলছি রাজবাড়ীর ঝুমু রানী দাশের কথা। রাজবাড়ী শহরে তিনিই একমাত্র নারী পত্রিকা বিক্রেতা। সেই ভোর বেলা একা একাই সাইকেল চালিয়ে যান পত্রিকা সংগ্রহের উদ্দেশে। তারপর এক দোকান থেকে আরেক দোকান, এক বাড়ি থেকে আরেক বাড়ি পত্রিকা পৌঁছে দেয়। দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আর দশটা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় তাকে, মানুষের কুটকথা পায়ে দলে এগিয়ে যাচ্ছে তিনি।

আলাপকালে ঝুমু রানী জানান, তার স্বামী জীবন দাস ছিল পত্রিকার এজেন্ট। ২০১৭ সালের নভেম্বরে কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি । কিছু টাকা জোগাড় করে ঢাকায় নিয়ে তাকে চিকিৎসা করান। ২০১৮ সালের ২৫ জুন মারা যান । তারপর থেকেই জীবিকার সন্ধানে এই ছুটে চলা। অনেক কষ্টে টাকা জমিয়ে একটি সাইকেল কিনি। ছেলে অরণ্যন সাহায্যে রাতে সাইকেল চালানো শিখেছেন। তারপর থেকেই সাইকেল চালিয়ে পত্রিকা সরবরাহ করে থাকেন। এখন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ছেলের জন্য নাস্তা তৈরি করে, ছেলেকে প্রাইভেট পড়তে পাঠিয়ে ভোর সারে ৫ টা পত্রিকা বিক্রির উদ্দেশ্যে বের হন। সকাল থেকে দুপুর পর্যন্ত পত্রিকা বিক্রি শেষে বাজার সদাই করে বাড়ি ফিরি আবার দুপুরের খাবার তৈরি করেন। দুপুরের খাবার খেয়ে বিকেলে কালেকশনের জন্য বের হন। জীবনের তাগিদে পত্রিকা বিক্রি করছি তারজন্য মানুষের অনেক খারপ কথা শুনতে হয়েছে। কিন্তু তারপরও থেমে থাকিনি। ছেলেকে নিয়ে খেয়ে পরে ভালোই আছি। আমার সহায় সম্পত্তি বলে কিছুই নেই। রেলের জমিতে থাকি। একমাত্র ছেলে অরণ্য আমার সম্পদ। তাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করাই এখন আমার স্বপ্ন।

স্থানীয় পত্রিকা বিক্রেতারা জানান, জীবন দাসের মৃত্যুর পর তাঁর স্ত্রী ঝুমু দাস যেভাবে ব্যবসাটা আগলে রেখেছেন, তা বিশ্বাস করতেও কষ্ট হয়। আমাদের মতো করেই পত্রিকা গাড়ি থেকে নামান, হকার ও অন্য এজেন্টদের মধ্যে বিলি করেন। আর শেষে নিজে সাইকেল চালিয়ে বাড়ি বা অফিসে পত্রিকা দিয়ে আসেন। নারীরা এভাবে সব কাজে অংশ গ্রহন করলে দেশ এগিয়ে যাবে সমাজ থেকে দুর হবে কুসংস্কার।

রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজমির হোসেন বলেন, ঝুমু রাণী একজন নারী হিসাবে যে পিছিয়ে নেই এটি একটি বিরল ঘটনা। একজন নারী হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পত্রিকা বিক্রি করে সংসার পরিচালনা করছে,তার সন্তান মানুষ করছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়ার কোন সুযোগ হয়নি। তাকে সম্মাননা দেওয়ার চেষ্টা করবো।সেই সাথে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই যে একজন নারী হিসাবে সফলভাবে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজবাড়ীতে পেঁয়াজ বীজ বপনে ক্ষতিগ্রস্ত কৃষকের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ীতে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ইমাম কমিটির বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে গোয়ালন্দে তৌহিদি জনতার মানববন্ধন

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনন্দ একাদশ

রাজবাড়ীর পদ্মার পাড়ে রাতের আঁধারে ছয় কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

গোয়ালন্দে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ