• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জুন, ২০২১
সর্বশেষ আপডেট : ৯ জুন, ২০২১

পাংশা সার্কেলে যোগদান করলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন কুমার সাহা

অনলাইন ডেস্ক

মোক্তার হোসেন, পাংশাঃ নতুন সহকারী পুলিশ সুপার হিসেবে রাজবাড়ীর পাংশা সার্কেলে যোগদান করেছেন সুমন কুমার সাহা। মঙ্গলবার (৮ জুন) তিনি যোগদান করেন। নবাগত সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বিসিএস-৩৫তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। এর আগে এপিবিএন-৮, ঢাকায় কর্মরত ছিলেন তিনি।
জানা যায়, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) হিসেবে সুমন কুমার সাহার যোগদানের আগে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ২৯-১১-২০১৬ থেকে ৪-৪-২০১৯ ও মো. লাবীব আবদুল্লাহ ৪-৪-২০১৯ থেকে ৩১-১০-২০২০ পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ১-১১-২০২০ থেকে ৮-৬-২০২১ পর্যন্ত পাংশা সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পালন করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান।
নবাগত সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহাকে মঙ্গলবার বিকেলে পাংশা সার্কেল কার্যালয়ে পুলিশ পরিদর্শক মো. শাখাওয়াৎ হোসেন, এএসআই আবুল হোসেনসহ কার্যালয়ের স্টাফ এছাড়া পাংশা মডেল থানায় ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন ফুলেল অভ্যর্থনা জানায়।
নবাগত সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর