Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে ঈদকে সামনে রেখে সেমাই কারখানাগুলো ব্যাস্ত হয়ে পড়েছে

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ মে ২০২১, ৮:১৩ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ অতিথি আপ্যায়নে খাবারের গুরুত্বপূর্ণ মিষ্টি খাদ্য হিসেবে সুনাম রয়েছে সেমাইয়ের। ঈদকে সামনে রেখে রাজবাড়ীর সেমাই কারখানাগুলো উৎপাদন বাড়াতে কাজ করে চলেছে। এবছর লোকবল বাড়িয়ে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যসম্মত উপায়ে সেমাই উৎপাদন করছেন। কোভিডের কারনে রমজানের আগে উৎপাদন কিছুটা কম হলেও ঈদকে কেন্দ্র করে তাদের সেমাই উৎপাদন বেড়েছে কয়েকগুন। রাজবাড়ীর চাহিদা মিটিয়ে এ সেমাই বিভিন্ন জেলাতে রপ্তানি করছেন ব্যাবসায়ীরা।

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের বিসিক শিল্প নগরীতে চারটি সেমাই কারখানা রয়েছে। এরমধ্যে দ্বীন ফ্লাওয়ার মিলস ’এর মালিক কামিরুল ইসলাম তাদের কারখানায় নিজস্ব মিলে উৎপাদিত ময়দা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ডায়মন্ড ও ফাইভ স্টার নামে দুটি ভিন্ন নামে সেমাই উৎপান করছেন। এখানে উৎপাদিত সেমাইয়ে কোন ধরনের কেমিক্যাল, রং মিশানো হয়না। প্রথমে মেশিনে ময়দার সাথে গরম পানি মিশিয়ে কাঁচা সেমাই তৈরি করা হয়। এরপর কড়া রোদ্রে শুকিয়ে আগুনের চুলাতে ভাজা হয়। এতে সেমাইগুলো বাদামি লালচে রং ধারন করে। সেমাই গুলোতে কোন অস্বাস্থ্যকর রং ব্যবহার করার প্রয়োজন পরেনা।

তাই এর চাহিদাও রয়েছে নিজ জেলা সহ অন্যান্য জেলাগুলোতে। এ সেমাই কারখানা গুলোতে বর্তমানে ঈদকে সামনে রেখে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। উৎপাদন বাড়াতে বাড়িয়েছেন লোকবল। উৎপাদিত সেমাই রাজবাড়ী সহ বিভিন্ন জেলাতে বিক্রি করছেন। এতে কোভিড কালীন সময়ের তাদের উৎপাদনে তেমন একটা ভাটা পরেনি। কারখানায় কর্মচারিদের নিয়মিত পাওনা পরিশোধ করছেন। এতে সেমাই তৈরীর সাথে জড়িত কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলছেন। কাজী ফুডস, সোহান ফুডস ও শাওন ইন্ডষ্ট্রিজ এই কারখানা গুলো সেমাই উৎপাদ করেন রাজবাড়ীতে।

সেমাই কারিগরেরা বলেন, তারা বর্তমানে স্বাস্থ্যবিধি উপকরন ব্যবহার করে ও স্বাস্থ্য সম্মত উপায়ে সেমাই তৈরী করছেন। এখানে উৎপাদিত সেমাইতে কোন রং বা কেমিক্যাল মিশানো হয়না। করোনার মধ্যেও মালিক পক্ষ তাদের পারিশ্রমিক ভালোভাবে মিটিয়ে দেন নিয়মিত। এখানে কাজ করে তারা ভালো আছেন পরিবার নিয়ে।

সেমাই উৎপাদন কারী প্রতিষ্ঠান দ্বীন ফুড প্রডাক্টস’ এর মালিক কামিরুল ইসলাম বলেন, তারা এই করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সম্মত উপায়ে সেমই তৈরী করছেন। ঈদকে সামনে রেখে সেমাইয়ের উৎপাদন আরো বেড়েছে। রং ও কেমিক্যাল ব্যবহার করা হয়না বলে এর চাহিদা রয়েছে বাজারে। চাহিদার কারনে উৎপাদিত সেমাই রাজবাড়ী সহ বিভিন্ন জেলাতে রপ্তানি করছেন। শ্রমিকদেরও স্বাস্থ্য সম্মতভাবে সেমাই উৎপাদন করতে পরামর্শ দিয়ে থাকেন।

রাজবাড়ী শিল্প নগরী কর্মকর্তা জিয়াউল হক জিয়া বলেন, এই শিল্প নগরীতে চারটি সেমাই কারখানা রয়েছে। ঈদকে সামনে রেখে কারখানা মালিকেরা সেমাই উৎপাদন অব্যাহত রেখেছেন। কোভিডের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে এখানে সেমাই তৈরী করছেন। এতে তারা ভালো মুনাফা লাভ করতে পারবেন বলে আশা করেন। বিসিকের পক্ষ থেকে সাবক্ষনিক পর্যবেক্ষন করা হয় স্বাস্থ্য বিধি মেনে চলতে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের