• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ মে, ২০২১
সর্বশেষ আপডেট : ৫ মে, ২০২১

জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তার চাল বিতরণ

অনলাইন ডেস্ক

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ করা হয়। মোট ৭০ জন জেলের মাঝে প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, গোয়ালন্দ উপজেলায় তালিকাভুক্ত মোট জেলের সংখ্যা ১৬২৭ জন। এরমধ্যে গত দুই মাস আগে প্রথম দফায় বরাদ্দকৃত ১০৭২ জনের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। দ্বিতীয় দফায় আজ বুধবার থেকে পুনরায় মানবিক খাদ্য সহায়তার কর্মসূচির অংশ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। প্রথম দিন উপজেলার ছোটভাকলা ইউনিয়নের প্রথম দফায় বঞ্চিত ২৯ জনসহ নতুন আরো ৪১ জন মিলে মোট ৭০ জনের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার পৌরসভার ৮৮ জনের মাঝে এই চাল বিতরণ করা হবে।

চাল বিতরণকালে ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, ক্ষেত্র সহকারী কৃষ্ণ লাল দাস, ইউনিয়ন পরিষদের সচিব পরিমল কুমার দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর