Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

দৌলতদিয়াঃ লকডাউনে দিনের বেলায় ঘাট শূন্য, রাত হলেই গাড়ির লম্বা লাইন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ এপ্রিল ২০২১, ৫:৫৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটে দিনে ফেরি বন্ধ থাকছে। রোগী, লাশবাহী এ্যাম্বুলেন্সহ রাষ্ট্রীয়কাজে ব্যবহৃত গাড়ি দিনে পারাপারে উভয় ঘাটে দুটি ছোট ফেরি রাখলেও শুক্রবার থেকে আরো কড়াকড়ি হয়েছে।

দৌলতদিয়া ঘাট সহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কঠোর নজরদারি করছে পুলিশ। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নিয়মিত টহল দিচ্ছে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কাঁচা পণ্যসহ জরুরী গাড়ি বিশেষ ব্যবস্থায় পারাপারের সিদ্ধান্ত থাকায় সন্ধ্যা হলেই গাড়ির লম্বা লাইন হচ্ছে। ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়ায় ঢাকাগামী এসব গাড়ির তিন-চার কিলোমিটার লম্বা লাইন হচ্ছে। আর এ সময় সুযোগ পেলেই দালালদের সহযোগিতায় নিয়ম ভঙ্গ করে পিছনের গাড়ি আগে ফেরিতে ওঠার চেষ্টা করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ বলেন, “করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের বেধে দেওয়া সর্বাত্মক লকডাউন ঘোষণায় দৌলতদিয়া ও পাটুরিয়া রুটে ফেরি বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র জরুরী রোগী, লাশ বা রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত গাড়ি সীমিত পরিসরে বিশেষ ব্যবস্থায় পারাপারের সুযোগ রাখা হয়েছে। এজন্য উভয় ঘাটে দুটি ছোট ফেরি রাখা হয়েছে। তবে এক্ষেত্রে শুক্রবার থেকে আরো কড়াকড়ি করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ পণ্যবাহী গাড়ি পারাপার করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরিতে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ সকল যাত্রী পারাপার বন্ধ থাকবে”।

শুক্রবার (১৬ এপ্রিল) রাতে দৌলতদিয়ায় দেখা যায়, ফেরিতে ওঠার অপেক্ষায় পণ্যবোঝাই ঢাকামুখী গাড়ির লম্বা লাইন। ফেরিঘাট থেকে মহাসড়কের স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার লম্বা লাইনে বেশিরভাগ কাঁচাপণ্য, মাছের গাড়িসহ ট্রাক ও কার্ভাডভ্যান রয়েছে। ঘাট এলাকায় গাড়ি পৌছানোর পর দালাল চক্রের সহায়তায় বাড়তি টাকা দিয়ে অনেক গাড়ি লাইন ভঙ্গ করে আগে ফেরিতে ওঠার চেষ্টা করছে।

অভিযোগ রয়েছে, প্রশাসনের নজরদারি ও অভিযানে অনেক দালাল কারাগারে থাকলেও অনেকে গা ঢাকা দিয়ে আছে। এরপরও যারা আছেন সুযোগ পেলেই রাতের বেলায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে গাড়ি ফেরিতে ওঠার সুযোগ করে দিচ্ছে। দালালরা বিকাশের মাধ্যমে বিআইডব্লিউটিসি টিকিট কাউন্টারের কর্মচারী ও ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে এ অনৈতিক সুবিধা নিচ্ছে।

মাগুরা থেকে আসা পেয়াঁজ বোঝাই ট্রাক চালক মনির হোসেন বলেন, স্থানীয় দালাল বাবু মন্ডলের মাধ্যমে ৭৪০ টাকার টিকিট মূল্য থাকলেও ১১০০ টাকা দিয়েছি। এছাড়া পুলিশকে কিছু খুশি করেই দালাল গাড়িটি বের করে দিয়েছে।

খুলনা থেকে আসা ঢাকাগামী মাছ বোঝাই ট্রাক চালক আমিরুল ইসলাম দালালের সহায়তায় ক্যানালঘাট থেকে সিরিয়াল ভঙ্গ করে আগে বের হয়ে তেলের পাম্পের কাছে আসি। এসময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ পরিদর্শক (টি.আই) মিজানুর রহমান গাড়িটিকে বেরিকেড দেন।

ট্রাফিক পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, একা মানুষ কয়দিকে খেয়াল করা যায়? আমাদের কোন সদস্য জড়িত থাকতেও পারে। এরকম ৩-৪টি গাড়ি সিরিয়াল ভঙ্গ করে আগে বের হওয়ায় প্রত্যেকটির বিরুদ্ধে মামলা দিয়েছি। এখন এই গাড়িটির বিরুদ্ধেও মামলা দেওয়া হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজবাড়ীতে পেঁয়াজ বীজ বপনে ক্ষতিগ্রস্ত কৃষকের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ীতে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ইমাম কমিটির বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে গোয়ালন্দে তৌহিদি জনতার মানববন্ধন

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনন্দ একাদশ

রাজবাড়ীর পদ্মার পাড়ে রাতের আঁধারে ছয় কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

গোয়ালন্দে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ