• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২১
সর্বশেষ আপডেট : ১৮ এপ্রিল, ২০২১

দৌলতদিয়া ঘাটে কলা বোঝাই ট্রাক উল্টে পথচারী ভিক্ষুকের মৃত্যু

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কলা বোঝাই ট্রাক উল্টে পথচারী এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ৩টায় দৌলতদিয়া ঘাটের ঢাকা-খুলনা মহাসড়কের পেট্রোল পাস্পের বিপরিত দিকে ফেলু মোল্লা পাড়ায় দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি ফুলজান ওরফে ফুলবড়ু (৬৫) গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত ছুরমান শেখের স্ত্রী। বর্তমানে সে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় তার মেয়ের বাড়ীতে থেকে লঞ্চ ও ফেরিতে ভিক্ষাবৃত্তি করতো।

নিহত বৃদ্ধার মেয়ে ও এলাকাবাসী জানায়, ভিক্ষুক মহিলা মেয়ে বাড়ী থেকে রাস্তার পাশ দিয়ে হেটে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এমন পিছন দিক থেকে মাগুরা থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী কলা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-৬২০৮) সামনে থাকা অপর একটি মাটির ট্রাকের সাথে পাল্লা দিয়ে অতিক্রম করে ফেরি ঘাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহিলার গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস এর লোকজন এসে মৃত দেহটি উদ্ধার করে।

দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক ইন্সেপেক্টর মিজানুর রহমান বলেন, দুইটি ট্রাক দ্রুত গতিতে পাল্লা দিয়ে পাশাপাশি চলার কারনে কলা বোঝাই ট্রাকটি উল্টে পথচারী ভিক্ষুকের উপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও চালক জাহাঙ্গীর মোল্লাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর