• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২১
সর্বশেষ আপডেট : ৮ এপ্রিল, ২০২১

গোয়ালন্দে জাটকা উদ্ধার, পাঁচ জেলের জরিমানা

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য বিভাগ ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। জাটকা ইলিশ শিকারের অপরাধে পাঁচজন জেলেকে আটক করলে ভ্রাম্যমান আদালত তাদেরকে জরিমানা শেষে ছেড়ে দেয়।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কার্যালয় জানায়, জাটকা রক্ষা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত উপজেলা মৎস্য কার্যালয়ের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ এর নেতৃত্বে নদীতে অভিযান চালায়। এসময় তাদের সার্বিকভাবে সহযোগিতা করেন দৌলতদিয়া নৌফাঁড়ি পুলিশ। অভিযান শেষে জেলেদের কাছ থেকে ৫০ কেজি পরিমান জাটকা ইলিশ জব্দ করে। একই সাথে পুলিশ পাঁচ জেলেকে আটক করে। পরে গোয়ালন্দের সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ জেলের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

অভিযানে দৌলতদিয়া নৌফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী কৃষ্ণ কুমার দাস সাথে ছিলেন।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর