Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. রাজনীতি

পাংশায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ মার্চ ২০২১, ১১:০০ অপরাহ্ণ

Link Copied!

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা পৌরসভা মাঠে শনিবার বিকেলে বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাংশা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা আ.লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন এএফএম শফীউদ্দিন (পাতা), উপজেলা আ.লীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা আ.লীগের সহসভাপতি শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ওদুদ সরদার, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাকিল ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমী প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, কেউ ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারবেনা। অতি বাড়াবাড়ী করলে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের কঠোর হুশিয়ারী দেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আ.লীগ ও সহযোগী সকল সংগঠনকে সুসংগঠিত করতে হবে।

সমাবেশে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মোল্লা, পাংশা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, পৌর আ.লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, আ.লীগ নেতা অনিল কুমার বিশ্বাস, সুব্রত কুমার দাস সাগর, শওকত আলী সরদার, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দৌলতদিয়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গনধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

রাজবাড়ীতে এক মাস পর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলবে, চালু থাকবে ৩টি করে ঘাট

বস্তার গায়ে লেখা ‘শেখ হাসিনা’র নাম মুছে বিতরণ করা হচ্ছে খাদ্য গুদামের চাল

গোয়ালন্দে বিশেষ অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

 পাংশায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

যৌনপল্লির প্রভাবশালী সর্দারনী ঝুমুর বেগম অবশেষে ইউপি সদস্য স্বামীসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে ৩৬৬ জন জেলের মাঝে ভিজিএফর এর চাল বিতরণ

রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন