ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে দূরন্ত সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ শুক্রবার বেলা ১১টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে সাইকেল র্যালীর আয়োজন করে গোয়ালন্দ সাইক্লিস্ট নামক সংগঠন। এতে মোট ১০০টি সাইকেল ১০ কিলোমিটার এলাকা ঘুরে আসেন।
“পরিবেশকে দূষণমুক্ত, শরীরকে রোগমুক্ত, সাইক্লিং উপযুক্ত” এই শ্লোগানকে সামনে রেখে গোয়ালন্দ সাইক্লিস্ট এর আয়োজনে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে দূরন্ত সাইকেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমূখ।
এছাড়া গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, কলিন্স পার্থ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমাঈল হোসেন মৃদুল, দূরন্ত সাইকেল এর ফরিদপুর অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম, সাইক্লিস্টি এর এডমিন তীব্র রাহা, মৃদুল হোসেন, মিশকাত মৃধা, সাকিব বিশ^াস, আশিক, তম্বয়, পার্থ, ইমরুল হাসনাত, নিলয় ভক্ত প্রমূখ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দূরন্ত সাইকেল এর সার্বিক সহযোগিতায় গোয়ালন্দ সাইক্লিষ্টি এর পক্ষ থেকে মোট ১০০টি সাইকেল অংশ গ্রহণ করে। মোট ১০ কিলোমিটার সাইকেল র্যালী শেষে কলেজ মাঠে শেষ হয়।