নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ্য হয়ে পড়া আলেয়া বেগম (৬০) নামের এক নারী হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সে যশোর ঝিকরগাছা মনোহরপুর গ্রামের কোব্বাদ শেখ এর স্ত্রী। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা এলাকায় বসবাস করতেন।
নারী হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেল সুপার মো. এনামুল কবির বলেন, গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে কারাগারে প্রচ- বুকে ব্যাথা অনুভব করেন হাজতি আলেয়া বেগম। পরে বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালেই রাত ৮টা ৫০ মিনিটের দিকে মারা যান। পরে লাশ ময়না তদন্তের জন্য রাতেই মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের সদস্যরা না নেওয়ায় আজ সোমবার বেলা তিনটার দিকে তার স্বামী কোব্বাদ শেখ বুঝে নেন।
জেল সুপার এনামুল কবির আরো জানান, ২০১৮ সালের একটি মাদক মামলায় আলেয়া বেগম গ্রেপ্তার হলেও পরবর্তীতে তিনি জামিনে ছিলেন। ওই মামলায় গত ২৩ জানুয়ারি তার ২ বছরের সাজা হয়। রায় ঘোষণার পর পুলিশ আলেয়া বেগমকে কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। ১৭ দিন থাকার পর তিনি অসুস্থ্য হয়ে মারা যান।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, রোববার রাত পৌনে ৯টার দিকে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে (আব্দুল হান্নান) ফোন করে জানায়, জরুরি বিভাগে এক হাজতিকে মৃত অবস্থায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।