নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও পাট্টা ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর তাঁর নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান, তাঁর স্ত্রী ও ভাইসহ পরিবারের সাত সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।
তাঁদেরকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের মধ্যে পাট্টা ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রব ওরফে মুনা বিশ্বাস (৬০), তাঁর স্ত্রী শায়লা বেগম (৫০), বড় ভাই আব্দুর রহিম বিশ্বাস (৭০), ছোট ভাই সাজেদুর রহমান ডাবলু (৫০) ও আব্দুর রহিম বিশ্বাসের ছেলে ফুরকান বিশ্বাসকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ভাতিজা এনামুল হক বাবলু, ভাতিজি সিনথীয়াকে লাঠি ও হাতুরি দিয়ে মারধর করা হলে তাদের অন্যত্র চিকিৎসা দেয়া হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুর রব ওরফে মুনা বিশ্বাস, স্ত্রী শায়লা বেগম, ভাই আব্দুর রহিম বিশ্বাসের ছেলে ফুরকান বিশ্বাস ও আরেক ভাই সাজেদুর রহমান ডাবলুকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আব্দুর রহিম বিশ্বাসও একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ইউপি চেয়ারম্যানের আপন চাচাতো ভাই গোলাম জাকারিয়া বিশ্বাস বলেন, বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ১৫০ থেকে ২০০ জনের মতো মানুষ আগ্নেয়াস্ত্রসহ লাঠি শোঠা নিয়ে চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। হামলাকারিরা বাড়ির প্রবেশ গেট ভেঙে ভিতরে ঢুকে প্রতিটি ঘরের দরজা ভেঙ্গে ফেলে। ঘরে ঢুকেই সশস্ত্র হামলকারীরা এলোপাথারী কুপিয়ে ও মারধর করতে থাকে। এসময় গোটা এলাকায় ভয়াবহ পরিবেশ তৈরী হয়।
তিনি বলেন, প্রায় ঘন্টাব্যাপী তাণ্ডব চালিয়ে সবকিছু ভাঙচুর ও লুটপাট করে যাওয়ার পর পাশের বাড়ি থেকে আমরাসহ গ্রামের লোকজন এগিয়ে আসি। এসময় প্রতিটি ঘরে রক্তাত্ব জখম অবস্থায় সবাইকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চেয়ারম্যান, স্ত্রী, দুই ভাইসহ পাঁচজনকে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে চেয়ারম্যানসহ ৪জন আইসিইউতে ভর্তি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যানের ছোট ভাই এনামুল হক বাবলু জানান, অস্ত্রধারী দুর্বৃত্তরা বাড়ি-ঘরের ৬টি দরজা ভাঙচুর করে ঘরে প্রবেশ করে সবাইকে চেয়ারম্যানসহ সবাইকে কোপাতে থাকে। এসময় তারা নগদ প্রায় ৩০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও ৩টি মোটরসাইকেল লুট করে। আওয়ামী লীগ করায় আমাদের পরিবারের ওপর এমন ভয়াবহ হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর পরিবারের অন্যান্য সদস্যরাও চরম আতঙ্কে আছেন।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুতর আহত পাঁচজনকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।