১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অধিকাংশ সদস্য ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অবৈধভাবে বালু-মাটি বহনকৃত ট্রাক চাপায় শিশুর মৃত্যু, সম্প্রতি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের বাড়িতে ডাকাতিসহ চুরি, ডাকাতিসহ মাদক বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সভার শুরুতে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন মোল্লা বলেন, “বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ভেকু দিয়ে বালু-মাটি উত্তোলন করে বিক্রি করছিল। আইনশৃঙ্খলা কমিটির সভায় বন্ধে কয়েকবার উত্থাপন করলেও ব্যবস্থা না নেয়ায় প্রভাবশালীরা অব্যাহত রাখে। যার খেসারত হিসেবে ১৭ মার্চ বিকেলে মাটি বোঝাই ডাম ট্রাকের চাপায় আফিয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়। আজকের সভার সভাপতিসহ যারা আছেন তারা কেউ এর দায় এড়াতে পারেননা। যে মায়ের কোল খালি হয়েছে কেউ কি পারবেন ওই মায়ের বুকে শিশুটি ফিরিয়ে দিতে?”

জবাবে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এই কমিটির সদস্য হিসেবে আমরা কেউ এই শিশুর মৃত্যুর দায় এড়াতে পারি না। আমি এখানে ৩মাস হলো এসেছি। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু-মাটি কাটা হচ্ছে। আমি যোগদানের পর অভিযান চালিয়ে বন্ধ করার পর ফের চালু হয়। এ ঘটনার পর ভেকু, ট্রাকটি আটক করা হয়েছে। থানায় নিয়মিত মামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেপ্তার হবে। ওই এলাকায় মাটি উত্তোলন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এছাড়া উপজেলার ১২ মার্চ দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ৯নম্বর ওয়ার্ড সদস্য জামাল মোল্যার বাড়িসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ইউপি সদস্যকে পাশের কক্ষে নিয়ে আটকে বেদম মারপিট করে নগদ ২৬ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার একদিন পর থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার বা মালামাল উদ্ধার হয়নি। এ ছাড়াও সম্প্রতি চুরি অনেক বেড়ে যাওয়ায় অধিকাংশ সদস্য ক্ষোভ প্রকাশ করে প্রতিকারের দাবী জানান।

সভায় উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। তবে পুলিশ প্রতিটি ঘটনা নিখুতভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এক্ষেত্রে পুলিশকে সার্বিকভাবে সহযোগিতার অনুরোধ জানান।

এছাড়া গত ১৮ মার্চ দিবাগত রাতে উপজেলার পশ্চিম উজানচর নবুওছিমদ্দিন পাড়ার মোস্তফা সরদারের বাড়ি থেকে একটি বড় অষ্ট্রেলিয়ার জাতের গাভী চুরি হয়। ওই রাতেই ট্রাকে করে নেওয়ার সময় পুলিশ রেলগেট এলাকা থেকে ট্রাকসহ গরু জব্দ করে একজনকে গ্রেপ্তার করে। একদিন পর ১৯ মার্চ দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দেবগ্রামের কাওয়ালজানি এলাকা দিয়ে একদল সশস্ত্র ব্যক্তি এলাকায় প্রবেশ করলে পুলিশ প্রতিটি মহল্লায় মহল্লায় মসজিদের মাইক দিয়ে ডাকাত ঢুকেছে সবাইকে সতর্ক থাকতে ঘোষণা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন প্রমূখ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

প্রতিক বরাদ্দ পেয়েই গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা শুরু

গোয়ালন্দে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ

পোস্ট হয়েছেঃ ০৫:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অধিকাংশ সদস্য ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অবৈধভাবে বালু-মাটি বহনকৃত ট্রাক চাপায় শিশুর মৃত্যু, সম্প্রতি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের বাড়িতে ডাকাতিসহ চুরি, ডাকাতিসহ মাদক বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সভার শুরুতে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন মোল্লা বলেন, “বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ভেকু দিয়ে বালু-মাটি উত্তোলন করে বিক্রি করছিল। আইনশৃঙ্খলা কমিটির সভায় বন্ধে কয়েকবার উত্থাপন করলেও ব্যবস্থা না নেয়ায় প্রভাবশালীরা অব্যাহত রাখে। যার খেসারত হিসেবে ১৭ মার্চ বিকেলে মাটি বোঝাই ডাম ট্রাকের চাপায় আফিয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়। আজকের সভার সভাপতিসহ যারা আছেন তারা কেউ এর দায় এড়াতে পারেননা। যে মায়ের কোল খালি হয়েছে কেউ কি পারবেন ওই মায়ের বুকে শিশুটি ফিরিয়ে দিতে?”

জবাবে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এই কমিটির সদস্য হিসেবে আমরা কেউ এই শিশুর মৃত্যুর দায় এড়াতে পারি না। আমি এখানে ৩মাস হলো এসেছি। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু-মাটি কাটা হচ্ছে। আমি যোগদানের পর অভিযান চালিয়ে বন্ধ করার পর ফের চালু হয়। এ ঘটনার পর ভেকু, ট্রাকটি আটক করা হয়েছে। থানায় নিয়মিত মামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেপ্তার হবে। ওই এলাকায় মাটি উত্তোলন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এছাড়া উপজেলার ১২ মার্চ দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ৯নম্বর ওয়ার্ড সদস্য জামাল মোল্যার বাড়িসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ইউপি সদস্যকে পাশের কক্ষে নিয়ে আটকে বেদম মারপিট করে নগদ ২৬ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার একদিন পর থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার বা মালামাল উদ্ধার হয়নি। এ ছাড়াও সম্প্রতি চুরি অনেক বেড়ে যাওয়ায় অধিকাংশ সদস্য ক্ষোভ প্রকাশ করে প্রতিকারের দাবী জানান।

সভায় উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। তবে পুলিশ প্রতিটি ঘটনা নিখুতভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এক্ষেত্রে পুলিশকে সার্বিকভাবে সহযোগিতার অনুরোধ জানান।

এছাড়া গত ১৮ মার্চ দিবাগত রাতে উপজেলার পশ্চিম উজানচর নবুওছিমদ্দিন পাড়ার মোস্তফা সরদারের বাড়ি থেকে একটি বড় অষ্ট্রেলিয়ার জাতের গাভী চুরি হয়। ওই রাতেই ট্রাকে করে নেওয়ার সময় পুলিশ রেলগেট এলাকা থেকে ট্রাকসহ গরু জব্দ করে একজনকে গ্রেপ্তার করে। একদিন পর ১৯ মার্চ দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দেবগ্রামের কাওয়ালজানি এলাকা দিয়ে একদল সশস্ত্র ব্যক্তি এলাকায় প্রবেশ করলে পুলিশ প্রতিটি মহল্লায় মহল্লায় মসজিদের মাইক দিয়ে ডাকাত ঢুকেছে সবাইকে সতর্ক থাকতে ঘোষণা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন প্রমূখ।