সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ বাংলাদেশ শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের অবসান হোক প্রতিপাদ্য “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই” স্লোগানে গোয়ালন্দের বিভিন্ন স্কুলে পড়ুয়া যৌনপল্লীর ৩০ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কেকেএস প্রবীণ সামাজিক কেন্দ্রে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর বাস্তবায়নে দি ফ্রিডম ফান্ডের সহযোগিতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় ৩০ জন শিক্ষার্থী হাতে ১০ টি খাতা, ১২ টি কলম, ১ টি ক্লিপ বোর্ড ও ছাতা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা নির্বাচন অফিসার রওশন আরেফিন, কর্মজীবী কল্যাণ সংস্থার এ্যাডভাইজার ফকীর আব্দুল মান্নান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য চম্পা খাতুন, বাংলা হেল্পের ম্যানেজার আশীষ মন্ডল, সহকারি ম্যানেজার মঞ্জুরুল আলম, বেসরকারি সংস্থা পায়াকট বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ও কেকেএস সিপিসি কমিটির সদস্য সচিব শেখ রাজীব, কেকেএস সেভ হোম ইনচার্জ জুলিয়ানা বাড়ৈ প্রমুখ। সভাটি সঞ্চালনায় ছিলেন টিপ প্রকল্প কেকেএস প্রোগ্রাম ম্যানেজার শাহাদৎ হোসেন।