Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. সাহিত্য ও সংস্কৃতি

গোয়ালন্দে সঙ্গীত সন্ধ্যায় লালনের গানে মুগ্ধ হাজারো দর্শক

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ৬:০০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার তালে তালে গহীনে লালন শিল্পী গোষ্টি গেয়ে উঠলেন ‘তুমি ডুবায়ে ভাসাইতে পারো, ভাসাইয়ে ডুবাইতে পারো’। মুহুর্মুহু করতালি, চারদিকে উৎসুক শত শত দর্শক-শ্রোতার অপেক্ষা। এরপর “দে দে পাল তুলে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা”। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানের ভক্ত অনুরাগীদের উপস্থিতে রাজবাড়ীর গোয়ালন্দের কাজী পাড়ায় লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজী পাড়া মাঠ চত্বরে ‘কাজী পাড়া যুব সমাজ’ এর উদ্যোগে লালন সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হয়ে লালন সন্ধ্যা চলে মধ্যরাত পর্যন্ত। চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী-পুরুষ। আয়োজিত ‘লালন সঙ্গীত সন্ধ্যা’য় স্থানীয় শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করেন জনপ্রিয় লালনশিল্পী অধম সুমন বাউল, ইমরান বাউল, মোহনা পারভীন সহ একঝাঁক তরুণ লালন সংগীতশিল্পী। তাঁরা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। অনুষ্ঠান উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।

অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির সভাপতি মো. ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শহিদুল ইসলাম খান, সহসভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, পৌরসভার স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর খলিলুর রহমান মোহন, সাবেক কাউন্সিলর আব্দুর রশিদ ফকীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা, উদ্‌যাপন কমিটির সভাপতি মো. ইসলাম মন্ডল বলেন, ‘লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং লালনের গানে গানে সম্প্রীতির আহ্বান জানানোর উদ্দেশ্যেই এক দিনের মেলায় ভক্তদের জন্য লালন সঙ্গীতের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের