Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দে পদ্মা নদীর ২০ কেজি ওজনের এক কাতল ৩৮ হাজারে বিক্রি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৫:১৭ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বাজারে আজ শনিবার সকালে প্রায় ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্যা গতকাল শুক্রবার রাতে ৩৬ হাজার টাকায় কিনে আজ সকালে ৩৮ হাজার টাকায় বিক্রি করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় মাছটি ঘাটের অদূরে বাহির চর কলারবাগান এলাকায় জেলেদের জালে ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, পদ্মার পানি কমতে থাকায় গত কয়েক দিন ধরেই জেলেদের জালে রুই, কাতল, রিঠা, পাঙ্গাশ, বাগাড় জাতীয় মাছ ধরা পড়ছে। প্রায় দুই সপ্তাহ বেশ ভালই মাছ ধরা পড়লেও গত তিন-চার দিন ধরে মাছের পরিমান অনেকটা কমে এসেছে। বিশেষ করে বৈরী আবহাওয়ার কারনে নদী উত্তাল থাকায় সহসা নদীতে জেলেরা নামতে পারছিলনা। এছাড়া বর্তমানে মাছ ধরার পরিমানও অনেকটা কমে এসেছে।

শুক্রবার বিকেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে মাছ শিকারে বের হন জেলে তিমা হালদার। ফেরি ঘাটের অদূরে কলারবাগান এলাকায় জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখেন বিশাল এক কাতলা মাছ। বিক্রির জন্য রাতেই দ্রুত ফেরি ঘাট বাজারে ছুটে আসেন। এসময় স্থানীয় আড়তদার ইউসুফ মোল্যা ওরফে সৈকা মোল্যার আড়ত ঘরে মাছটি তোলা হয়। পরে নিলামে উঠানো হলে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্যা সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেন।

দৌলতদিয়ার ৬ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্যা আজ শনিবার সকালে বলেন, রাতেই বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর পেয়ে অপেক্ষা করতে থাকি। পরে রাতেই ইউসুফ মোল্যা ওরফে সৈকা মোল্যার আড়ত ঘরে আনা হলে ওজন দিয়ে দেখি প্রায় ২০ কেজি হয়েছে। এই মৌসুমে পদ্মা নদীর এতবড় কাতল মাছ এবারই প্রথম ধরা পড়েছে। এতবড় কাতল মাছ পেয়ে জেলেরা যেমন খুশি, পাশাপাশি ব্যবসায়ী হিসেবে আমরাও খুশি।

মাসুদ মোল্যা বলেন, পরে কাতল মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে প্রায় ৩৬ হাজার টাকা দিয়ে কিনে নেই। রাতেই ঘরে এনে বিভিন্ন স্থানে পরিচিত জনদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে রাতেই ঢাকার এক পরিচিত বড় ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ১ হাজার ৯০০ টাকা দরে মোট ৩৮ হাজার টাকায় বিক্রি করে দেই। মাছটি আজ শনিবার সকালেই ঢাকাগামী পরিবহন যোগে পাঠিয়ে দিয়েছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের