ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ার রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর ১নং আমলী আদালতে মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তর এ মামলাটি দায়ের করেন।
শশী আক্তররে আইনজীবী মেহেদী হাসান মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন । তিনি এই প্রতিবেদককে জানান, বঙ্গবন্ধুকে নিয়ে কুটক্তি ও উস্কানিমূলক এবং জনগনের মনে বিভ্রান্ত্রী ছড়ানো মূলক বক্তব্য দেয়ায় শশী আক্তার বাদী হয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে আসামী করে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেন।দন্ডবিধি ৫০৪, ৫০৫ ও ৫০৫ এর ক ধারা। এ সময় আদালতের দ্বায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুমন হোসেন বাদীর জবানবন্দী গ্রহন করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।