ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়ায় সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান রতনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্রাম্মনদিয়ার বাবুল ইসলামের নতুন বাড়িতে এ উঠান বৈঠক করা হয়। এ সময় সাধারন মানুষের কাছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচনে অংশ গ্রহন করবেন বলে জানান।
এ বৈঠকে তিনি ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কাছে ভোট চন। নির্বাচনের এখনও তপশিল ঘোষনা না হলেও বেশ কয়েক মাস ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের খোজ খবর নিচ্ছেন সব মসয়। তিনি আশা করেন আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জনগন তার পাশে রয়েছেন এবং ভোটাররা তাকে আশ্বস্ত করেছেন। জনগন ভোট দিলে তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারবেন।
বিজয়ী হতে পারলে তিনি জনগনের পাশে থেকে তাদের সব ধরনের সেবা করতে পারবেন। বিভিন্ন সমস্যা তিনি সমাধানের চেষ্টা করবেন। উঠান বৈঠকে জামাল আল মেহেদীর পরিচালনায় উপস্থিত ছিলেন কুঠি পাঁচুরিয়ার সমাজ সেবক মোঃ হারুনুর রশিদ, শিক্ষক মোঃ শাহীন মিয়াজী, ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম, মিন্টু সহ ব্রাম্মনদিয়ার ১ নং ওয়ার্ড ও অত্র ইউনিয়নর সাধারন মানুষ।