মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখার জন্য ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দিল জেলা শিল্পকলা একাডেমী। বুধবার রাতে এসব গুনি ব্যক্তিদের পুরষ্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাঁদের প্রত্যেককে উত্তরীয়, মেডেল সম্মাননা পত্র এবং ১০হাজার টাকার চেক প্রদান করা হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার।
২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি বছর জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে পাঁচজন করে গুণী ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।