মইন মৃধা, গোয়ালন্দঃ অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আমাদের কাছে তা মোটেও বিবেচ্য বিষয় নয়।আমরা অপরাধীকে বিবেচনা করবো তার অপরাধ দিয়ে। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বুধবার বেলা সাড়ে ১১ টায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথাগুলো বলেন।পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের তরুন চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান মন্ডলকে গত ১৯ মার্চ রাতে মারাত্মকভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে দূরবৃত্তরা। গুরুতর অবস্থায় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার উপর বর্বরোচিত এ হামলা ও হত্যা চেষ্টার নেপথ্যে সম্ভাব্য ৩ কারন ধরে এগুচ্ছে পুলিশ।
এগুলো হচ্ছে ঘাটে ট্রাক পারাপারের দালালী প্রথা, রাজনৈতিক দ্বন্দ্ব ও তাকে হত্যা করে চেয়ারম্যান পদটি শূন্য করা।মামলার এজাহারেও এমনটি বলা হয়েছে। আমরা এ বিষয়গুলো সহ এ মামলার সম্ভাব্য সকল দিক নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।
প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, চেয়ারম্যান আব্দুর রহমানকে হত্যা চেষ্টা মামলা তদন্ত সহ ঘাটে দালালের দৌরাত্ব কমাতে পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা রাখছে।
আমরা ইতিমধ্যে চেয়ারম্যান হত্যা মামলার এজাহারভুক্ত ৬নং আসামি লিয়াকত হোসেন, ১০নং আসামি শাওন মন্ডল এবং ১১নং আসামি মাসুদ মোল্লাকে গ্রেফতার করেছি।বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাংবাদিক সম্মেলনে তিনি দৌলতদিয়া ঘাটের দালালি প্রথা,যানজট নিরসন,ঘাট ও পন্টুন সমস্যা, ফেরি সংকট, অপ্রশস্ত সড়ক,ঘাটের বালু ব্যবসা,কয়েকটি মামলার সাফল্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
সাংবাদিক সম্মেলনে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ সালাহউদ্দিন , ডিআইও-১ মোঃ সাইদুর রহমান সাইদ, এনএসআই এর সহকারী পরিচালক শরিফুল ইসলাম,রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক সহ জেলা ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।