মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান মন্ডলকে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মামলার এজাহারভুক্ত ১০ নম্বর আসামী শাওন মন্ডল (২২) ও ১১ নম্বর আসামী মাসুদ মোল্লা (২৮)।
মাসুদ মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাবু মোল্লার ছেলে ও শাওন মন্ডল দৌলতদিয়ার মজিদ শেখের পাড়ার আইয়ুব মন্ডলের ছেলে। সোমবার রাতে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।এর আগে এ মামলার ৬ নম্বর আসামী গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার সংখ্যা দাড়ালো ৩ জনে।
গত ১৯ মার্চ রাতে গোয়ালন্দ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় চেয়ারম্যান আব্দুর রহমানের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যানের চাচাত ভাই আরিফ মন্ডল বাদী হয়ে ২০ মার্চ গোয়ালন্দ ঘাট থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃত আসামীদের মঙ্গলবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।