স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ হোটেল ও বেকারির খাবার পরিবেশন ও বিক্রির সময় স্বাস্থ্য বিধি না মানায় রাজবাড়ী বাজারের নয়া টেষ্ট বেকারী ও লতিফ হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকাল সাড়ে ৫ টায় রেল স্টেশন ও মোনাক্কা মার্কেট এলাকায় অবস্থিত হোটেল ও বেকারির দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার।
কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাঠে নেমেছে প্রশাসন। এরই অংশ হিসেবে রাজবাড়ী বাজারের লতিফ হোটেল ও নয়া টেষ্ট বেকারীর কর্মচারীরা মাস্ক ও হ্যান্ড গ্লোভস ব্যবহার না করে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ২০১৮ সালের আইনের সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) এর ৬১ ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত নয়া টেষ্ট বেকারীতে ২ হাজার এবং লতিফ হোটেলকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা সহ সাড়ে তিন হাজার টাকা আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়।