ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সাথী বাড়িওয়ালীর ভাড়াটিয়া রেখা আক্তার (২৩) নামে এক যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টায় ঘর থেকে ওই যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রেখা পটুয়াখালীর পুরাতন হাসপাতাল রোড এলাকার ফারুক ফকিরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেখার মাথায় কিছুটা মানষিক সমস্য ছিল। সে প্রায়ই খরিদ্দারদের সাথে অস্বাভাবিক আচরণ করত। নিজের শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কাটত। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় রেখা ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরদিন শুক্রবার বিকাল ৪টায় রেখাকে অনেক ডাকাডাকির পর ঘুম থেকে না উঠায় সন্দেহের সৃষ্টি হলে ঘরের জানালা দিয়ে দেখা যায় সে রুমের মধ্যে নিজ ওড়না দিয়ে বাঁশের আড়ার সহিত ফাঁস লাগিয়ে ঝুলে আছে। বিষয়টি তাৎক্ষনিক গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে ঘরের দরজা খুলে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও এটা হত্যা না আত্মহত্যা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে শনিবার লাশ তাদের নিজস্ব লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।