Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে স্কুলছাত্রী অপহরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ মার্চ ২০২১, ১:৫২ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ী সদর উপজেলার দাদশীর গোপীনাথ দিয়া গ্রামে দিন দুপুরে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে স্কুল পড়ুয়া মেয়ে মীম আক্তারকে (১৫) অপহরণ করেছে মিথুন নামের এক যুবক। মিথুনের বাড়ি স্থানীয় সজ্জনকান্দা গ্রামে। অপহৃত মিম আক্তার গোপিনাথ দিয়া গ্রামের ওহাব মিয়ার কন্যা ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

গত শনিবার (১৩ মার্চ) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপিনাথ দিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্কুল ছাত্রীর পরিবার জানায়, ৪ মেয়ের মধ্যে মিম সবার ছোট। সে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে। প্রায় ১ বছর আগে থেকেই মিথুন ওরফে পিচ্চি মিথুন মিমকে উত্ত্যাক্ত করে আসছিলো। এ ব্যাপরে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ মিথুনকে গ্রেপ্তার করে। কিছুদিন পর মিথুন জেল থেকে ছাড়া পেয়ে বের হয়ে আবারও উত্ত্যক্ত করতে থাকে। গত মঙ্গলবার মিমকে রাস্তায় একা পেয়ে মিথুন জোরপূর্বক তুলে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মিথুনের বাড়ী থেকে উদ্ধার করা হয়।

গত শনিবার বিকাল ৩ টার দিকে মিথুন তার ১০/১৫ জন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে মিমের বাড়িতে আক্রমন করে। অস্ত্রর মুখে পরিবারের সকলকে জিম্মি করে মিমকে জোরপুর্বক তুলে নিয়ে যায়।

মীম এর সহপাঠী ইসরাত জাহান জানান, মিথুন প্রায় মীমকে রাস্তা ঘাটে বিরক্ত করতো। কিছুদিন আগে মীমের মোবাইল ফোনও ছিনিয়ে নেয়, তখন বাধা দিলে আমাকেও হুমকি দেয়। পরে ভয়ে ওদের বিষয়ে আর কথা বলিনি কারন মিথুন খারাপ ছেলে।

জানতে চাইলে মিম এর বাবা ওহাব মিয়া জানান, যারা বাড়িতে এসেছিল, তাদের একজনের হাতে পিস্তল ও একজনের হাতে ধারালো অস্ত্র (চাকু) ছিল। বাড়ির বাইরে পাহারায় ছিল আরও ৬ থেকে ৭ জন।’

তিনি জানান, প্রায় এক বছর ধরে সজ্জনকান্দা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মিথুন তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে কয়েকবার পুলিশের কাছে অভিযোগ করা হলে মেয়েকে উত্ত্যক্ত করা দিনে দিনে বেড়েই চলে। তার সুবাদে আজ মিথুন অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে মেয়েকে তুলে নিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, স্কুল ছাত্রীর বাবা মিথুন প্রায় এক বছর আগে একটি ইভটিজিং মামলা করেছিলেন। মিথুন কেমন ছেলে সে তো আপনারা সবাই জানেন, সজ্জনকান্দা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। অপহরণের ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। মুঠোফোনে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ