Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. সাহিত্য ও সংস্কৃতি

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে চলছে দুইদিন ব্যাপী অনুষ্ঠান। মেঘলা আকাশে বাদ্যের তালে তালে কেউ নেচে গেয়ে আনন্দ উদযাপন করছেন। কেউ হাজারো মানুষের ভিড়ে পুরোনো সহপাঠীকে অনেক দিন পর কাছে পেয়ে জড়িয়ে ধরছেন। অনেকে ব্যাচবেধে নিজেদের সাল ধরে জোরে জোরে চিৎকার করে উঠছেন। এভাবেই নবীন এবং প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর দ্বিতীয় বা শেষ দিনের অনুষ্ঠান শুরু হয়। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত কলেজের নবীন এবং প্রবীণ শিক্ষার্থীদের অংশ গ্রহণে কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাস চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালিন পথে ছিল উল্লাস, হৈ হুল্লুর আর হাসির রোল। প্রবীণদের ভিড়ে যেন অতীত আর বর্তমান পাশাপাশি হাঁটছিল। শোভাযাত্রা শেষে কলেজ ক্যাম্পাসে অবস্থান শেষে দুপুর পর্যন্ত চলে স্মৃতিচারণ অনুষ্ঠান।

এর আগে গৌরব ও সাফল্যে ৫৮ বছর পূর্তি উপলক্ষে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয় গতকাল শুক্রবার। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের রেজিষ্ট্রিকরণ এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা, কলেজ পতাকা এবং সূর্বণজয়ন্তীর পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহনেওয়াজ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (গ্রেড-১) অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফালগুনী বাগচি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

দ্বিতীয় দিনের মতো শনিবার অনুষ্ঠানে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের চোখে পড়ার মতো উচ্ছাস। বহু বছর পর পুরোনো সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরছেন। কেউ আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। এ সময় অনেকে স্মৃতিচারণ করছেন। অনেকে মাথার সাদাচুলে হাত বুলিয়ে ‘সময় কত দ্রুত চলে যায়; স্মৃতি মন্থর করছিলেন। এখন তাদের অনেকে সরকারের উচ্চ পর্যায়ে অবস্থান করছেন। কেউ ব্যবসা বা অন্যান্য পেশায় সফল হয়েছেন।

২০১৮ সালে এই কলেজ থেকে এইচএসসি পাশ করা শিক্ষার্থী অনিক শিকদার বলেন, ‘কলেজের শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত। বৈরী আবহাওয়ার মধেও আমরা সবাই আনন্দে মেতে উঠেছি। আজকের অনুষ্ঠানে প্রাক্তন ও নবীনদের মিলনমেলায় পরিণত হয়েছে।’

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস

দেবগ্রাম আশ্রয়ণে আগুনে পোড়া ১০ পরিবারের পাশে বিএনপি নেতা আসলাম মিয়া 

রাজবাড়ী শহরের শতবর্ষের হরিতলা সার্বজনীন দুর্গাপূজা

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর, স্তুপ থেকে পোড়া বই খুঁজছে সোহাগী

কাইয়ুম মিয়া আহবায়ক ও সদস্য সচিব এনামুল করিম; জিয়া মঞ্চ ফরিদপুর মহানগরের নতুন কমিটি

একই মঞ্চে স্বামী-স্ত্রীর বিদায় সংবর্ধনা; ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরে আবেগঘন পরিবেশন

রাজবাড়ী থেকে চুরি করা মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার, আন্তজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গোয়ালন্দে ইউএনও’র অভিযানে ড্রেজিং মেশিন পাইপ ধ্বংস

মহাসড়কে উল্টে পড়া নসিমনের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, নসিমন চালক গুরুতর আহত

রাজবাড়ীর পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস