মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে “স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল “কারিগরি শিক্ষা নিলে, দেশে- বিদেশে কর্ম মিলে” একটাই লক্ষ্য হতে হবে দক্ষ”। শনিবার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করে এ্যাসেট প্রকল্প। এ সময় ক্যাম্পাসে ১০টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন কনসালটেন্ট অ্যাসেট প্রজেক্টের মোঃ জিল্লুর রহমান, আরএফএল প্লাস্টিকস লিমিটেড এর এজিএম মোঃ আবু জাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগিতার মূল বিষয়বস্তু কারিগরি শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প, নতুন নতুন আবিষ্কার ও প্রযুক্তিগত দক্ষতার প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এ্যাসেট প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণা ও নতুন ধারণাগুলো এই কম্পিটিশনে উপস্থাপন করা হয়। উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল, যা দর্শক ও অতিথিদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগই দেশের শিল্প ও প্রযুক্তি খাতকে এগিয়ে নেবে এবং তরুণ প্রজন্মকে বিশ্ব শ্রমবাজারে প্রতিযোগিতামূলক করে তুলবে।