ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের হাতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহম্দে।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএ’র ঢাকা বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উছেন মে, এনডিসি সাদ আহমেদ, সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক, বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ, লিটন কুমার দত্ত, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মুরাদ হাসান, সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক রইচ উদ্দিন বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার চেক এবং আহত একজনের পরিবারের হাতে ১ লাখ টাকার চেক বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ যদি মারা যান তাহলে তার পরিবার সর্বোচ্চ ৫ লাখ টাকা পাবেন। কেউ যদি দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেন এবং তার যদি ভালো হবার সুযোগ না থাকে সে ৩ লাখ এবং দুর্ঘটনায় আহত হয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাকে এই ট্রাস্টি বোর্ড থেকে ১ লাখ টাকা দেওয়া হবে। আজকে যারা এই টাকা পেলেন এটা তাদের জন্য অনুগ্রহ নয়, এটা আপনাদের অধিকার। সড়ক দুর্ঘটনা সংঘটনের অনধিক ৩০ দিনের মধ্যে ফরম-৩২ এর মাধ্যমে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর আবেদন করার অনুরোধ জানান।