Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. আলোচিত খবর

ফেসবুকে প্রেম-বিয়ে, দেড় মাস পর জানতে পারলেন নববধু একজন পুরুষ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ কর্মস্থলে ফেবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেম, অতপর প্রেমিকের বিয়ে। বিয়ের দেড় মাস পর স্বামী মাহমুদুল হাসান ওরফে শান্ত জানতে পারেন তাঁর স্ত্রী একজন পুরুষ। শুক্রবার সন্ধ্যায় খবরটি এলাকায় জানাজানির পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিবার থেকে কথিত স্ত্রীকে আজ শনিবার নিজ চট্রগ্রামে পাঠিয়ে দেওয়া হয়।

জানা যায়, নিজের লিঙ্গ পরিচয় গোপন করে স্বামীর পরিবারে এতদিন অভিনয় করে চলছিলেন কথিত প্রেমিকা সামিয়া ওরফে শাহিনুর। তার দাবি, হরমোন জাতীয় সমস্যার কারনে নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে। সে চট্রগ্রামের আমতলা ঈদগাহ বৌ বাজার এলাকার আবুল কাশেম এর ছেলে। আর তার প্রকৃত নাম হচ্ছে জামাল হোসেন।

মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের বাদল খানের ছেলে। কয়েক মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মাহমুদুল হাসানের সঙ্গে নারী কণ্ঠে সামিয়া কথা বলতো। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। উভয়ের সম্মতিতে ৭ জুন তারা চট্রগ্রামে বিয়ে করেন। এরপর থেকে মাহমুদুল হাসান নববধুকে নিয়ে গ্রামের বাড়ি গোয়ালন্দে থাকতেন। ছেলের পছন্দের বিয়ে বাধ্য হয়ে পরিবার মেনে নেয়। এরপর থেকে বাদল খানের বাড়িতেই ছেলে বৌ হিসেবে সামিয়া বাস করতেন।

সম্প্রতি সামিয়া ওরফে শাহিনুরের চলাফেরাসহ নানা কারনে মাহমুদুল হাসান ও তার পরিবারের মধ্যে সন্দেহ দেখা দেয়। গত শুক্রবার (২৫ জুলাই) বিকেলে এলাকার কয়েকজন নারী শারীরিক পরীক্ষা করতে গিয়ে সামিয়ার প্রতারণা ধরে ফেলে। এক পর্যায়ে পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয় সামিয়া ওরফে শাহিনুর একজন পুরুষ।

মাহমুদুল হাসান শনিবার বিকেলে বলেন, তার আচরণে, কথাবার্তায় বুঝতে পারিনি সে ছেলে। জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজেষ্ট্রি করতে পারিনি। সামাজিকভাবে ইমামকে দিয়ে বিয়ে পড়ানো হয়। তাকে কাছে পেতে চাইলে বলতো, আমি অসুস্থ্য, ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে। স্ত্রীর রহস্যজনক আচরণ ও চলাফেরা দেখে সকলের সন্দেহ হয়। শুক্রবার বিকেলে জানার পর অবাক হয়েছি। শনিবার সকালে চট্রগ্রাম পাঠিয়ে দিয়েছি।

মাহমুদুল হাসানের মা সোহাগী বেগম বলেন, একজন ছেলে হয়েও আমাদের পরিবারে ছেলের বৌ হিসেবে ছিল, কিন্তু কেউ টের পাইনি। নানাভাবে আমাদের মন জয় করে চলতো। এটা যে তার অভিনয় ছিল আমরা কেউ বুঝতে পারিনি।

সামিয়া ওরফে শাহিনুর জানান, শান্তর সঙ্গে আমি যেটা করেছি অন্যায় করেছি। এ ধরনের কাজ করা আমার মোটেও ঠিক হয়নি। তবে তিনি দাবি করেন, তাঁর হরমোন জাতীয় সমস্যার কারনে শারীরিক সমস্যা দেখা দেয়। তাই নিজেকে সব সময় মেয়ে সেজে থাকতে ভালো লাগে।

ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, স্থানীয় কয়েকজন মহিলা শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত হলে এলাকায় জানাজানি হয়। বিষয়টি আমাকে জানানোর পর পরিবারের সবাই তাকে পুলিশে দিতে চেয়েছিল। এসময় সামিয়া নিজের ভুল স্বীকার করায় গাড়ি ভাড়া দিয়ে শনিবার চট্রগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন