Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

গোয়ালন্দে আলোচিত প্রবাসী হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম চর রাখালগাছিতে প্রবাসী আল আমিন মণ্ডল হত্যা (২৫) মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যায় পাবনার আমিনপুর থানার কোমরপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো কোমরপুর গ্রামের আলাউদ্দিন মৃৃধার ছেলে শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) ও একই থানার গোবিন্দপুর গ্রামের মোরশেদ সরদারের ছেলে রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের আবু বক্কার ম-লের ছেলে আল আমিন প্রায় সাত বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে বিয়ের জন্য পাত্রির খোঁজ করছিলেন। চলতি বছর ২৫ এপ্রিল দুপুরে পাবনার আমিনপুর থানার ঢালারচর গ্রামের জনৈক খৈয়মের বাড়ি কনে দেখতে যান। সঙ্গে মামা লিটন কাজী, বোন আকালিমা খাতুন এবং দূর সম্পর্কের ফুপাতো বোন জামাই মেগা সরদার ছিলেন। পাত্রী দেখা শেষে দুপুরে মেগা সরদারের মোটরসাইকেলে পাশের গোয়ালন্দের রাখালগাছি বাজারে যান।

আল আমিনের বাড়ি থেকে রাখালগাছির দূরত্ব প্রায় আট কিলোমিটার। কিছুক্ষণ পর সেখানে আমিনপুর থানার কোমরপুর গ্রামের শাহ আলী, রবিউলসহ ৭ থেকে ৮জন চারটি মোটরসাইকেলে পৌছে। কিছু বুঝে ওঠার আগেই তারা আল আমিনকে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে ছুরিকাঘাত করলে প্রাণ বাঁচাতে যমুনা নদীতে ঝাপ দেন। পরদিন ২৬ এপ্রিল দুপুরে রাখালগাছি খেয়া ঘাটের কাছে যমুনা নদীতে জেলেদের বরশিতে আটকে গেলে আল আমিনের লাশ টেনে তোলা হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। লাশের বাঁ পাশে চোখের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ ছিল।

এ ঘটনায় ২৬ এপ্রিল রাতে আল আমিনের মামা লিটন কাজী বাদী হয়ে চারজনকে চিহিৃত এবং অজ্ঞাত ৭-৮জন আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওইদিন রাতেই উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে পুলিশ মেগা সরদারকে গ্রেপ্তার করে। সে আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

পরিবারের ভাষ্যমতে, হত্যাকাণ্ডের ১৫-১৬দিন আগে শাহ আলী চা-নাশতা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় মুঠোফোনে আল আমিনকে গালাগাল করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় আলোচিত প্রবাসী আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পাবনার কোমরপুর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন