নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের এক ব্যবসায়ীর আড়তে পাঙ্গাশ মাছের গায়ে আরবী অক্ষরে ‘আল্লাহু’ লেখা পাওয়া গেছে। অন্যান্য মাছের সঙ্গে এই মাছটি পাইকারি দরে বিক্রি করে ছিলেন। খুচরা বিক্রেতা মাছটি পাওয়ার পর স্পষ্ট আরবী অক্ষরে বড় ‘আল্লাহু’ লেখা দেখতে পান। জানতে পেরে আড়তদার দ্রুত আড়তে ফিরিয়ে আনতে বলেন। বর্তমানে মাছটি আড়তদারের ঘরেই রাখা রয়েছে।
গোয়ালন্দ বাজারের মাছের বড় পাইকার আড়তদার বাদল বিশ্বাস বলেন, প্রতিদিনের মতো তিনি আজ বৃহস্পতিবার ভোরে পাঙ্গাশ মাছ বিক্রি করেন। মাছগুলো ময়মনসিংহ থেকে ট্রাকে করে পাইকারী দরে ক্রয় করে গোয়ালন্দ বাজার আনেন। দৌলতদিয়া ঘাট এলাকার খুচরা মাছ বিক্রেতা চান মিয়া তাঁর ঘর থেকে পাঙ্গাশ কিনেন। দৌলতদিয়া বাজারে বিক্রির জন্য ডালায় তোলার কিছুক্ষণ পর একটি পাঙ্গাশের গায়ে মাথার দিকে বড় আরবী অক্ষরে ‘আল্লাহু’ লেখা দেখতে পান। তাৎক্ষনিকভাবে তিনি পাইকার আড়তদার বাদল বিশ্বাসকে অবগত করলে দ্রুত মাছটি আড়তে ফেরত নিয়ে আনতে বলেন। ওই সময় মাছটি তাজা থাকায় আড়তদার তাৎক্ষনিক পদ্মা নদীতে ছেড়ে দেওয়ার মনস্থির করেন। কিন্তু কিছুক্ষণ পর মাছটি মরে যাওয়ায় আর ছাড়তে পারনেনি। বর্তমানে বাদল বিশ্বাস তাঁর আড়ত ঘরের রেফ্রিজারেটরে রেখে দিয়েছেন।
বাদল বিশ্বাস আরও বলেন, গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে ট্রাকে করে ময়মনসিংহ থেকে পাঙ্গাশ মাছ তার আড়ত ঘরে নামে। এই মাছগুলো আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে বিক্রি শুরু করেন। এ সময় দৌলতদিয়া ঘাট বাজারের খুচরা বিক্রেতা চান মিয়া ১৭০ টাকা কেজি দরে ৪০ কেজি পাঙ্গাশ কিনেন। মাছগুলো সকাল সাতটার দিকে দৌলতদিয়া ঘাট বাজারে বিক্রির সময় আল্লাহু লেখা দেখতে পেয়ে তাঁকে ফোনে জানান। পরে মাছটি তাঁর ঘরে ফিরিয়ে আনতে বললে সকাল ৮টার দিকে ফিরিয়ে আনা হয়। বর্তমানে মাছটি তাঁর ঘরে রেখে দিয়েছেন।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে পাঙ্গাশটি দেখতে আসেন গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আজম আহমাদ। প্রথম আলোকে তিনি বলেন, আল্লাহর সৃষ্টি যে কোন ভাবে প্রকাশ পেতে পারে। আমরা ষ্পষ্ট আরবী অক্ষরে ‘আল্লাহু’ লেখা দেখতে পেয়েছি। মাছটি তাজা থাকলে নদীতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিতাম। আড়তদার বাদল বিশ্বাসও ছেড়ে দেওয়ার মনস্থির করেছিলেন। যেহেতু মাছটি বেঁচে নেই এখন এটি খাবার হিসেবে ব্যবহার করা ছাড়া উপায় নাই।